বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সরকারি দপ্তরে ‘ভোট প্রচার’ চালানোর অভিযোগ
বিজেপি প্রভাবিত সংগঠনের বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন অফিসের মধ্যে ‘নির্বাচনী প্রচার’ চালানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সরকারি কর্মীদের চাকরির শর্ত অনুযায়ী, তাঁরা কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে পারেন না। কিন্ত তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অভিযোগ, বিজেপি প্রভাবিত একটি কর্মচারী সংগঠন বিভিন্ন সরকারি অফিসে রীতিমতো প্রচার চালাচ্ছে। পরিবর্তনের পরিবর্তন করার ডাক দেওয়া হয়েছে। ফেডারেশনের প্রধান আহ্বায়ক দিব্যেন্দু রায় জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তাঁরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর চিন্তাভাবনা করছেন। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওই সংগঠনটির সঙ্গে অল্প লোকজন আছে। তাঁদেরও বেশিরভাগ অবসরপ্রাপ্ত।
বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল জানিয়েছেন, তাঁরা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টিফিনের সময় প্রচার সভা, লিফলেট বিলি প্রভৃতি করছেন। বুধবার সল্টলেকের বিভিন্ন অফিসে প্রচার চালানো হয়েছে। খাদ্য ভবন সহ অন্যান্য অফিসেও হয়েছে। তবে তাঁর দাবি কোথাও বিজেপিকে সরাসরি ভোট দেওয়ার কথা বলা হচ্ছে না। কিন্তু ঘুরিয়ে যে সেটাই বলা হচ্ছে, তা তাঁর কথা থেকে পরিষ্কার। কারণ কর্মী স্বার্থে ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে যে প্রচার চালানো হচ্ছে, সেটা তিনি জানিয়েছেন। সিপিএম প্রভাবিত কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিনহা জানিয়েছেন, তাঁরাও নবান্ন সহ বিভিন্ন সরকারি অফিসে প্রচার চালাচ্ছেন। টিফিনের সময় সভা ও লিফলেট  বিতরণ  করা হচ্ছে। তবে সরকারি কর্মীদের চাকরির বিধি অনুযায়ী কোথাও কোনও রাজনৈতিক দলকে সরাসরি সমর্থন করার আহ্বান জানানো হচ্ছে না। কর্মী ও জনস্বার্থ বিচার করে ভোট দেওয়ার কথা তাঁরা বলছেন। নিজেদের অভিজ্ঞতা থেকে কর্মীদের ভোট দিতে বলা হচ্ছে। বিজেপি শাসিত ত্রিপুরায় সরকারি কর্মীদের অবস্থা তুলে ধরা হচ্ছে। এদিকে ফেডারেশনের আহ্বায়ক দিব্যেন্দুবাবু জানিয়েছেন, তাঁরা এরকম পরোক্ষ রাজনৈতিক প্রচার চালাচ্ছেন না। নিরপেক্ষভাবে যাতে ভোটপর্ব সম্পন্ন হয় সেটা. তাঁদের প্রধান লক্ষ্য। 

8th     April,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ