বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

একশো দিনের কাজে
ফের শীর্ষে বাংলা
কাজ পেয়েছেন ১.১০ কোটি  মানুষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান গরিব মানুষের হাতে টাকা পৌঁছে দিতে। লকডাউনের সময়ে কোভিড আইন মেনে ১০০ দিনের কাজকে গুরুত্ব দিয়েছেন। তাই ১০০ দিনের কাজে ১ কোটি ১০ লক্ষের বেশি মানুষ কাজ পেয়েছে। যার ফলে ১০০ দিনের কাজে আবারও দেশে এক নম্বরে পশ্চিমবঙ্গ। এই নিয়ে পরপর চারবার জাতীয় পুরস্কার পেল বাংলা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা ৩৬ কোটি প্রায় ছুঁয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ, যা অন্যসব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই ১০০ দিনের কাজে এক নম্বরে পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, শ্রমদিবস তৈরিতে অতীতের বছরগুলি থেকে অনেক বেশি শ্রমদিবস তৈরি হয়েছে। ফলে মানুষ কাজ পেয়েছে। ৩১ মার্চ আর্থিক বছর শেষ হওয়ার দু’মাস আগে কেন্দ্রীয় সরকারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। বাকি দু’মাস যাতে আরও পাঁচ কোটি শ্রমদিবস তৈরি করা যায়, তার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। অবশ্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বৃহস্পতিবার আরও দু’কোটি শ্রমদিবস মঞ্জুর করেছে। ফলে বর্তমান আর্থিক বছরে লক্ষ্যমাত্রা দাড়াচ্ছে ৩৮ কোটি, যা অতীতে হয়নি। এর আগে শ্রমদিবস তৈরি হয়েছিল ২২ কোটি, ২৮ কোটি ও ৩২ কোটি। এবছর অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। 
রাস্তা তৈরি, পুকুর খনন, সেচ খাল তৈরি এবং গাছ লাগানোর মতো কাজের মাধমে রাজ্যে ১ কোটি ১০ লক্ষের বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত ৯ হাজার ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। যেখানে গত বছর খরচ হয়েছিল সাড়ে ৭ হাজার কোটি টাকা। কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রকল্পকে কাজে লাগিয়েছে রাজ্য সরকার। আগামিদিনে আরও কাজে লাগাতে চায় রাজ্য পঞ্চায়েত দপ্তর। এটা ওই দপ্তরের সাফল্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। -ফাইল চিত্র

28th     January,   2021
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ