বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

রাসবাড়িকে সুরক্ষিত রেখেই ছটপুজো

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আদালতের বেঁধে দেওয়া নিয়ম মেনেই ছটপুজো হল বালির রাসবাড়ির গঙ্গার ঘাটে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর ও ঘাটে যাওয়ার রাস্তা। একইভাবে ছটপুজোর পর কয়েক ঘণ্টার মধ্যেই আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হল ঘাটকে। পুলিসের এই ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
বালির রাসবাড়ি হেরিটেজের তকমা পেয়েছে আগেই। তাই ছটপুজোয় ক্ষয়ক্ষতি হতে পারে ভেবে পুজোর অনুমতি দিতে চায়নি বর্তমান প্রজন্ম। যা নিয়ে হাইকোর্টে মামলা হয়। তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু শর্তজুড়ে ছটপুজোর অনুমতি দিয়েছিল আদালত। গোটা বিষয়টি নিপুণভাবে পালনের দায়িত্ব দেওয়া হয়েছিল বালি থানার আইসিকে। তাই রাসবাড়ির ভিড় সামাল দিতে প্রথম থেকেই পুলিস সতর্ক ছিল। গঙ্গার ঘাটে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল একজন ইনসপেক্টর পদমর্যাদার কর্তা সহ বিশাল ফোর্স। মন্দির সহ হেরিটেজ সম্পত্তির যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়, তা নজরদারি করার জন্য বালি থানার পুলিস ছাড়াও ছিল আলাদা বাহিনী। মন্দিরে যাওয়ার বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছিল এই বাহিনীকে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ছিল কড়া নিষেধাজ্ঞা। রাখআ হয়েছিল সাদা পোশাকের বেশ কিছু পুলিসকেও। এছাড়াও ভিড় সামাল দেওয়ার জন্য এনসিসি’র ক্যাডারদেরও নিয়োগ করা হয়েছিল। রাসবাড়ির সিংহদুয়ার থেকে বাঁশ, ব্যারিকেড ও চট দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল গঙ্গায় যাওয়ার রাস্তাটি। হাজার হাজার মানুষ ভিড় করলেও কাউকেই মন্দিরের দিকে ঘেঁষতে দেওয়া হয়নি। পুলিস ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে যেমন নজরদারি চালিয়েছে, তেমনই নদীর পাড়ে তৈরি রাখা হয়েছিল বিপর্যয় মোকাবিলা গ্রুপকে। একইসঙ্গে প্রথমবারের জন্য আনা হয়েছিল সি এক্সপ্লোরারদের টিম। তারাও লঞ্চে করে গঙ্গায় টহল দিয়েছে। পুজোর পর ঘাট সহ রাসবাড়ি চত্বর আগের অবস্থায় ফিরিয়ে দিতে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। এদিন বেলা ১২টার মধ্যেই গঙ্গার ঘাট সাফাইয়ের কাজ শেষ হয়েছে। সেইসঙ্গে খুলে ফেলা হয় বাঁশ, চটও। ভিতরের একটি মাঠকে পুজোর কাজে ব্যবহার করা হয়। সেটিও দ্রুত সাফ করা হয়।  নিজস্ব চিত্র

21st     November,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ