বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর শোভাযাত্রায় জনজোয়ার, রাতভর আনন্দে মাতোয়ারা এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজা, ষড়ানন, ধুমো, অর্জুন, জ্যাংড়া। কার্তিকের বিভিন্ন রূপ দেখতে গত কয়েকদিন ধরে বাঁশবেড়িয়ায় উপচে পড়েছিল ভিড়। কার্তিকের পাশাপাশি আরও অনেক দেবতার পুজো হয় এইসময়। প্যান্ডেলের বাহারি সাজ, হিন্দুদের একাধিক দেবদেবীর মূর্তি ও আলোর কারিকুরি দেখতে ভিড়ে জমজমাট ছিল গোটা অঞ্চল। সোমবার রাতভর ঠাকুর নিয়ে শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রায় যে পরিমাণ ভিড় জমেছিল, তা গত কয়েকদিনের রেকর্ডকে ভেঙে দিয়েছে বলে মনে করছেন অনেকে। আজ, মঙ্গলবার সকাল থেকে গঙ্গার ঘাটে  শুরু বিসর্জন পর্ব। 
সোমবার সন্ধ্যা ছ’টায় চুঁচুড়ার কেওটা লাট বাগান ত্রিকোণ পার্ক ও মগরার ধোবাঘাট থেকে শোভাযাত্রা শুরু হয়। সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রা। এতে ৪২টি পুজো অংশ নেয়। মিছিলে থাকা কার্তিক ঠাকুরের সামনে ঝোলানো হয়েছিল তিন থেকে চার কেজির এক একটি জিলিপি। যা নিয়ে সাধারণ দর্শনার্থীদের আকর্ষণ ছিল আকাশছোঁয়া। এছাড়া শোভাযাত্রাজুড়ে ছিল চন্দননগরের আলোর কারিকুরি। রং বাহারি আলোয় তৈরি ড্রাগন, ভূত সহ নানা ধরনের মডেল তারিয়ে তারিয়ে উপভোগ করেন দর্শনার্থীরা। এছাড়া অধিকাংশ পুজো উদ্যোক্তা ব্যান্ড পার্টি সহযোগে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। সেই সুরে পা মিলিয়ে ভাসান যাত্রায় অংশ নিয়েছিল মানুষ। রাত যত গড়িয়েছে ততই বেড়েছে জনতার ভিড়। মধ্যরাতে জনস্রোতের বাঁধ ভেঙে গিয়েছিল। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিসকর্মীদের। এদিন সবকটি পুজো কমিটি ত্রিকোণ পার্ক, হংশেশ্বরী মন্দির, পুরসভার সামনে দিয়ে শোভাযাত্রায় গাড়ি নিয়ে যায়। তা দেখতে রাস্তার দু’ধারে উৎসাহী জনতার লাইনে থিকথিক করছিল ভিড়। কিছু জায়গায় জনতার চাপে দীর্ঘ সময় শোভাযাত্রা দাঁড়িয়ে থাকতেও বাধ্য হয়। শেষে পুলিস ও স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শোভাযাত্রার পাশাপাশি এদিন প্রায় মেলা বসে গিয়েছিল রাস্তায়। পথের দু’ধারে শয়ে শয়ে দোকান। সেখানে তেলেভাজা থেকে চাউমিন, আইশক্রিম থেকে এগ রোলে জলখাবার সারেন অধিকাংশ দর্শনার্থী। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান ও চুঁচুড়া-বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির সভাপতি আদিত্য নিয়োগী বলেন, ‘সন্ধ্যা ছ’টা থেকে শোভাযাত্রা শুরু হয়েছে। রবিবার বিশ্বকাপের ফাইনাল ও ছটের জন্য কমসংখ্যক মানুষ পথে বেরিয়েছিলেন। সোমবার তা সুদে আসলে পুষিয়ে নিয়েছেন তাঁরা। এদিন সন্ধ্যা থেকেই জনপ্লাবন শুরু হয়। যা মধ্যরাত পর্যন্ত চলে। গোটা শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে হয়েছে। কার্তিক পুজোয় মানুষ খুব আনন্দ করেছেন।’  নিজস্ব চিত্র

21st     November,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ