বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বিরাটের উইকেট পড়তেই বেটিং মার্কেটে হু হু করে বাড়তে থাকে অস্ট্রেলিয়ার রেট

স্বার্ণিক দাস, কলকাতা: বিশ্বকাপ ফাইনালের ম্যাচ শেষ হওয়ার আগেই ‘হার’ স্বীকার ইন্ডিয়ার। তবে সেটা খেলার মাঠে নয়, বেটিং দুনিয়ায়। দেখা গিয়েছে, বিরাট কোহলির উইকেট পড়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার পক্ষে দরের মার্জিন কমতে থাকে। শুরুতে তাদের দর ছিল এক টাকায় দু’ টাকা। কোহলি আউট হতেই সেটা নেমে আসে এক টাকায় দেড় টাকা দরে। ম্যাচ শুরুর আগে এগিয়েছিল রোহিত বাহিনী। তাদের দর ছিল এক টাকায় ৪০ পয়সা। বিশ্বকাপ ফাইনালে বেটিংয়ের অভিযোগে পার্ক স্ট্রিট এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিস। 
রবিবারের সকাল থেকেই টগবগ করে ফুটছিল বেটিং ওয়ার্ল্ড। বাইপাস লাগোয়া একটি পানশালায় অনলাইনে চলছিল জুয়া-বাজার। একের পর এক ফোনে চলছিল বেটিংয়ে টাকা লাগানো। তখন অনেক এগিয়ে ভারত। তবে খেলা যত গড়িয়েছে, ততই ঘুরেছে বেটিং দুনিয়া। তার টার্নিং পয়েন্ট ছিল বিরাট কোহলির উইকেট পতন। এরপরই দ্রুত বদলাতে শুরু করে জুয়া জগতের ‘ইনিংস’। 
ঘড়ির কাঁটায় তখন সবে দুপুর ১২টা। খেলা শুরু হতে তখনও প্রায় ঘণ্টা দু’য়েকের অপেক্ষা। ওই পানশালায় সক্রিয় হয়ে ওঠে তিনটি মোবাইল ফোন। টেবিলের উপরেই রাখা সেগুলি। ঘনঘন সেগুলি বেজে উঠছে। জুয়া মার্কেটে তখনই সক্রিয় হয়ে যান লগ্নিকারীরা। কী রেট যাচ্ছে? ফোনে জানতে চাইছেন সবাই। অন্তত মোবাইল রিসিভারের কথোপকথন শুনে সেটা স্পষ্ট। প্রারম্ভিক রেট জানিয়ে দেন তিনি। এরপরেই খেলা শুরু হতেই রোহিতের মারকাটারি শটে অস্ট্রেলিয়ার পক্ষে বাজি কমছিল। ভারত যে জিতবে, তা বিশ্বাস করতে শুরু করেছিল প্রত্যেকেই। শুভমনের উইকেট পড়লেও বদলায়নি বিশ্বকাপ ফাইনালের বেটিং রেট। কারণ তখনও ক্রিজে বিরাট কোহলি রয়েছেন। কিন্তু প্যাট কামিন্সের বল বিরাটের ব্যাট ছুঁয়ে স্ট্যাম্পে লাগতেই ঘুরে যায় বেটিং রেট। অস্ট্রেলিয়ার পক্ষে দরের ফারাক কমে যায়। টাকাপ্রতি দর দুই থেকে দেড় টাকায় নেমে আসে। 
বেটিং বেআইনি হলেও বিশ্বকাপ ফাইনালে শহরে দেদার চলেছে টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা। লালবাজার সূত্রে খবর, পার্ক স্ট্রিট থানা এলাকার মাদার টেরেসা সরণির একটি পানশালা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ভারত-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচে অনলাইনে বেটিং করাচ্ছিল ওই ব্যক্তি। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আমন খৈতান (২৯)। সে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা। গোয়েন্দা পুলিসের গুন্ডাদমন শাখা তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত যুবকের থেকে একটি আইফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। তার ফোন থেকেই একাধিক স্ক্রিনশট উদ্ধার করেছে পুলিস। যা বেটিংয়ের প্রমাণস্বরূপ। তাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, কোহলি আউট হতেই বাজির দরে পিছিয়ে যেতে থাকে ভারত। ট্রাভিস হেডের রান ৭০ পার হতেই দ্রুত কমতে থাকে অস্ট্রেলিয়ার ভাও-এর মার্জিন। এদিন অবশ্য ক্ষতির সম্মুখীন হয়েছে বেটিং সঞ্চালকরাই। ঘর থেকে টাকা গিয়েছে তাদের। সেই কারণেই হয়তো নিজের সিনেমায় বলিউড বাদশা শাহরুখ খান বলেছিলেন, ‘কিসমত বহত কুত্তি চিজ হ্যায়, শালা কভিভি পলট যাতি হ্যায়!’

21st     November,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ