বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

স্কুলের পাশেই বজ্রপাত, অসুস্থ ১৩ ছাত্রী

সংবাদদাতা, তারকেশ্বর: হরিপালে একটি স্কুলের পাশে বাজ পড়ে অসুস্থ হয়ে পড়ল ১৩ জন ছাত্রী। হরিপাল ব্লকের কলাছড়া হাই মাদ্রাসায় শুক্রবার এই ঘটনা ঘটেছে। অসুস্থ ছাত্রীদের হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিন দুপুর থেকেই হুগলি জেলাজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হয়। হরিপালের জেজুর অঞ্চলের কলাছড়া হাই মাদ্রাসা স্কুলের পাশে একটি গাছে বজ্রপাত হয়। সেই সময় স্কুল চলছিল। যেখানে বজ্রপাত হয়, তার পাশেই একটি ঘরে বেশ কয়েকজন ছাত্রী ছিল। বজ্রপাতের প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানিতে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২০ জন ছাত্রী। বাকি পড়ুয়াদের চিৎকার চেঁচামেচিতে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি তিনটি অ্যাম্বুলেন্স ডেকে তাদের হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। সেখানে ১৩ জন ছাত্রীকে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১০ জনকেই অবশ্য ছুটি দিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে হাসপাতালে চলে আসেন ব্লক আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা। 
মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম বলেন, তখনও স্কুল ছুটি হয়নি, খুব বাজ পড়ছিল। হঠাৎ স্কুলের গেটের পাশে একটি বাজ পরে। তাতেই আতঙ্ক ছড়ায়। অনেক ছাত্রী অসুস্থ হয়ে পরে। কান্নাকাটি শুরু করে দেয়। এখন সবাই ঠিক আছে। এই ঘটনায় প্যানিক তৈরি হওয়ায় বাড়ি গিয়েও কয়েকজন পড়ুয়া অসুস্থ বোধ করে। পরে তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন হরিপালের বিধায়ক করবী মান্না। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসার পর দশজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনের চিকিৎসা চলছে। ভয়ে ও আতঙ্কে এই ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই।

30th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ