বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

প্রেমের ফাঁদে মহিলা চিকিৎসক, লাগাতার ‘ধর্ষণে’র অভিযোগে গ্রেপ্তার আইটি কর্মী
 

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোশ্যাল মিডিয়ায় পরিচয়। প্রেমালাপ শুরু হতে দেরি হয়নি। তারপর ধীরে ধীরে বিয়ের প্রতিশ্রুতি এবং ঘনিষ্ঠতা। গত কয়েক বছরের সেই সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই উন্মোচিত হল প্রেমিকের ‘স্বরূপ’। তিনি বিবাহিত। এমন প্রেমের ফাঁদে পা দিয়ে একাধিকবার ‘ধর্ষণের শিকার’ লেকটাউনের বাসিন্দা এক মহিলা চিকিৎসক! তাঁর অভিযোগের ভিত্তিতেই রবিবার শেষপর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে পেশায় আইটি কর্মী ওই প্রেমিককে। ধৃতের নাম, অভিজিৎ সাধুখাঁ। বাড়ি বরানগরে। তাঁর বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের লেকটাউন থানার দ্বারস্থ হয়েছিলেন ‘নির্যাতিতা’। মহিলা চিকিৎসকের দাবি, অভিযুক্ত নিজের বিবাহ বিচ্ছেদের ভুয়ো নথি দেখিয়েছিলেন। অথচ, ওই আইটি কর্মীর বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে! শুধু তা-ই নয়, মহিলা চিকিৎসকের কাছ থেকে নানা অছিলায় তিনি কয়েক দফায় প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছেন বলেও অভিযোগ। ঘটনায় ধর্ষণ ও প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।
জানা গিয়েছে, ওই মহিলা চিকিৎসকের বাড়ি লেকটাউন থানা এলাকায়। কর্মসূত্রে তিনি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা। ধৃত আইটি কর্মী বর্তমানে হরিয়ানার গুরুগ্রামে কর্মরত। পুলিসের দাবি, ওই মহিলা চিকিৎসকের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেকদিন আগেই। বর্তমানে তিনি নয়ডার একটি হাসপাতালের সঙ্গে যুক্ত। বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় অভিজিতের সঙ্গে তাঁর আলাপ। অভিযোগ, পরিচয় হওয়ার পর তিনিও নিজেকে ডিভোর্সি বলে দাবি করেছিলেন। চিকিৎসক যাতে তাঁর কথা বিশ্বাস করেন, সেজন্য প্রমাণ হিসেবে একটি বিবাহ বিচ্ছেদের ভুয়ো নথিও দেখান। এরপর বিয়ের পরিকল্পনা করেন দু’জনে। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। দিল্লিতে রীতিমতো ‘লিভ-ইন’ সম্পর্কেও ছিলেন। তারপরই অভিযুক্ত যুবকের ‘স্বরূপ’ জানতে পারেন ওই মহিলা চিকিৎসক। সঙ্গে সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ জানান থানায়। 
পুলিস আরও জানিয়েছে, দু’জনের ‘সম্পর্ক’ বহু মাস ধরে ঠিকই চলছিল।  সম্প্রতি তাতে চিড় ধরে। মহিলা চিকিৎসক কোনওভাবে জানতে পারেন, তাঁকে কার্যত ঠকানো হচ্ছে। অভিজিতের বিবাহ বিচ্ছেদই হয়নি। তাঁর স্ত্রী ও সন্তান বরানগরের বাড়িতেই থাকেন। এমনকী, তাঁদের সঙ্গে অভিজিতের নিয়মিত যোগাযোগ রয়েছে। তারপরই শনিবার মহিলা চিকিৎসক লেকটাউন থানার দ্বারস্থ হন। অভিজিতের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। ৩৭৬ ধারায় ধর্ষণ এবং ৪২০ ধারায় প্রতারণার মামলা রুজু করে পুলিস রবিবার রাতেই উত্তর ২৪ পরগনার বিরাটি থেকে গ্রেপ্তার করে অভিযুক্তকে। ধৃত আইটি কর্মী অবশ্য পুলিসের সামনে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। তদন্তের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায় পুলিস। আদালত চারদিনের পুলিস হেফাজত মঞ্জুর করেছে।

26th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ