বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাওড়ায় একাধিক রাস্তার দৈনদশা, পুজোর মুখে সংস্কারে বরাদ্দ ৭ কোটি

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শারদ উৎসব প্রায় দোরগোড়ায়। এদিকে, হাওড়ার একাধিক রাস্তার দৈনদশা। খানাখন্দে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় শহরবাসীর। তাছাড়া বর্ষার জল জমে দুর্ভোগ আরও বেড়েছে। যদিও পুরসভা জানাচ্ছে, পুজোর মুখেই সাত কোটি টাকা রাস্তার জন্য খরচ করবে তারা।
চলতি বছর বর্ষায় হাওড়া শহরের উত্তর থেকে দক্ষিণে বেশ কিছু রাস্তার অবস্থা খারাপ হয়েছে। বেড়েছে খানাখন্দ। মাঝেমধ্যেই তাতে গাড়ির চাকা থমকে যাচ্ছে। ড্রেনেজ ক্যানাল রোডের বেশ কিছু অংশের অবস্থা বেহাল। পঞ্চাননতলা রোডের হালও তথৈবচ। শালিমার এক নম্বর এলাকায় রাস্তার অবস্থা চূড়ান্ত খারাপ। বড় বড় গর্তে জমা জল বিপদ ডেকে আনছে। একইভাবে খারাপ অবস্থা বেনারস রোডের বেলগাছিয়া ও সংলগ্ন অংশের। এছাড়াও সংযুক্ত এলাকাগুলিতে মাটির রাস্তার কারণে কাদা বা জল জমার সমস্যা তো রয়েছেই। দক্ষিণের সাঁতরাগাছি এলাকায় একাধিক রাস্তার মেরামতি দরকার। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় এই সমস্যা আরও বাড়ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তবে হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুজোর আগেই কয়েক কোটি টাকা রাস্তা মেরামতিতে খরচ করতে চলেছে তারা। মোট সাত কোটি টাকা খরচ করবে পুরসভা। দু’দফায় কাজ হবে। এর মধ্যে প্রথম দফার টেন্ডার প্রক্রিয়াও হয়ে গিয়েছে। একইসঙ্গে কাজও শুরু হয়েছে বেশ কিছু জায়গায়। প্রথম দফায় বরাদ্দ হয়েছে মোট চার কোটি টাকা। দ্বিতীয় দফার কাজ শুরু হবে কয়েকদিন বাদে। কারণ তার টেন্ডারের কাজ এখনও শেষ হয়নি। সেক্ষেত্রে বরাদ্দ তিন কোটি টাকা। সব মিলিয়ে গোটা শহরে ১২ কিলোমিটার রাস্তা মেরামত হবে এই টাকায়। বিষয়টি নিয়ে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, বর্ষায় কিছু রাস্তা খারাপ রয়েছে। সেই খারাপ রাস্তাগুলির তালিকা তৈরি করেছি আমরা। সেগুলি এই ১২ কিলোমিটারের মধ্যেই আছে। এছাড়াও আমরা সংযুক্ত এলাকাগুলিতে মাটির রাস্তাও তৈরি করব। পুজোর আগেই প্যাচওয়ার্ক এবং রাস্তা তৈরির কাজ শেষ হবে।

26th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ