বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

শ্যামপুরে দুয়ারে ডাক্তার শিবিরে সচেতনতার বার্তা

সংবাদদাতা, উলুবেড়িয়া: ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি জল জমা রুখতে সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে। আর এবার দুয়ারে ডাক্তার শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নিল শ্যামপুর ২ নং ব্লক প্রশাসনের কর্তারা। সোমবার শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে দুয়ারে ডাক্তার শিবির হয়। এই শিবিরে শিশু, মেডিসিন, অর্থপেডিক এবং গাইনি বিভাগে প্রায় ৭৫০ জন নাগরিক চিকিৎসা করান। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা, শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ দীপক দাস প্রমুখ। এদিন জুলফিকার আলি মোল্লা জানান, এমনিতে হাওড়া গ্রামীণ জেলার পাশাপাশি শ্যামপুর ২ নং ব্লকে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে। খাড়ুবেড়িয়ার একটি অংশে এই রোগের কিছুটা প্রকোপ থাকলেও সেটাও এখন কম। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিদিন ভিআরপি দল পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে জমা জল পরিষ্কার করছে, ব্লিচিং ছড়াচ্ছে, কীটনাশক স্প্রে করছে। এছাড়াও বিভিন্ন ক্লাব, সংগঠন, হাটে-বাজারে এই নিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। সেই রকম আজ সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে দুয়ারে ডাক্তার শিবিরেও ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। অন্যদিকে, শ্যামপুর ২-এর ব্লক স্বাস্থ্য আধিকারিক বিশ্বজিৎ দাস জানান, এখনও পর্যন্ত ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিনজন।

26th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ