বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দত্তপুকুর বিস্ফোরণে মূল অভিযুক্ত রমজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত রমজান আলিকে গ্রেপ্তার করল পুলিস। দুর্ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি থেকে বেপাত্তা হয়ে যায় রমজান। ২৮ দিন পর দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। ঘটনার পর এতদিন কীভাবে গা ঢাকা দিয়েছিল রমজান, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিসের দাবি, গোপন সূত্র মারফত খবর পেয়ে রবিবার রাতে রমজানকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হলে ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
২৭ আগস্ট সামসুল আলির বাড়িতে মজুত থাকা বাজিতে বিস্ফোরণ হয়। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। এরপর এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ঘটনার পিছনে কিংপিন হিসাবে উঠে আসে আব্দুল মোহিত ও স্থানীয় তৃণমূল নেতা আজিবর রহমানের নাম। একইসঙ্গে এই ঘটনায় নাম জড়ায় স্থানীয় আইএসএফ নেতা রমজান আলির। দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিসের খাতায় মূল অভিযুক্ত রমজান আলিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস।
জানা গিয়েছে, অন্য অভিযুক্ত শামসুল আলি, কেরামত আলি, জিরাত শেখের মৃত্যু হয়েছে বলে পুলিসের দাবি। তবে, জিরাতের মৃত্যু নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের মধ্যেও। অভিযুক্ত রমজান ঘটনার পর থেকেই পলাতক ছিল। তাকে ধরতে ওত পেতে বসেছিল বারাসত জেলা পুলিস।
এদিকে, ঘটনার রাতেই সফিকুল ইসলাম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিস। তাকে হেফাজতে নিয়ে জেরা করে একাধিক তথ্য সংগ্রহ করে পুলিস। বর্তমানে ধৃত সফিকুল জেল হেফাজতে রয়েছে। রমজান আলিকে গ্রেপ্তারের পর মোচপোলে বিস্ফোরণকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২।
দত্তপুকুর থানার পুলিস জানিয়েছে, এতদিন রমজান কোথায় গা ঢাকা দিয়েছিল, তা জিজ্ঞাসাবাদ করে জানা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রমজানের বাড়িতেই বাজি তৈরির সঙ্গে যুক্ত মুর্শিদাবাদের কর্মীরা ভাড়া থাকত। তার একটি বাড়িতে আইএসএফ-র কার্যালয়ও ছিল। 
রমজান আলি গ্রেপ্তার প্রসঙ্গে স্থানীয় আইএসএফ নেতা তথা পঞ্চায়েত সদস্য আজান আলি বলেন, ফাঁসানো হয়েছে রমজানকে। মূল অভিযুক্তদের পুলিস গ্রেপ্তার করছে না। এতদিন পেরিয়ে গেলেও সরকার ক্ষতিপূরণের কথা ঘোষণা করেনি। এটা নিয়ে আমি জনপ্রতিনিধি হিসাবে খুব চাপে রয়েছি।
ইছাপুর-নীলগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস বলেন, আইন আইনের পথেই চলবে। কেউ দোষ করলে শাস্তি পাবে। যে ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক। পুলিস উপযুক্ত তদন্ত করছে। 

26th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ