বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

টেবিল আটকে ল্যাপটপ ব্যবহার নয়, শর্ত দিয়ে খুলল যাদবপুর কফি হাউস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার থেকে কেউ আর যাদবপুর কফি হাউসে টেবিল আটকে ল্যাপটপ ব্যবহার করতে পারবেন না। স্পষ্ট নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সেখানে বলা হয়েছে, ট্যাব কিংবা ল্যাপটপ জাতীয় বৈদ্যুতিক সরঞ্জাম যাদবপুর কফি হাউসে বসে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়াও সেখানে বসে কেউ তাঁর নিজস্ব ব্যবসা সংক্রান্ত কাজ করতে পারবেন না। কফি হাউসের কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কফি হাউসের ব্যবসার ক্ষতি করা যাবে না। ১৯৬৪ সাল থেকে চালু হওয়া ঐতিহ্যবাহী যাদবপুর কফি হাউসকে বাঁচিয়ে রাখতে সকলের সাহায্য চেয়েছে কর্তৃপক্ষ। প্রায় ২৫ বছর ধরে যাদবপুরে কফি হাউসে যাওয়া গাঙ্গুলিবাগানের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী শিবাশিস দত্ত বলেন, আমি চাই যাদবপুর কফি হাউসের নিজস্ব ঐতিহ্য ও গরিমা বজায় থাকুক। কেউ ল্যাপটপ ব্যবহার করে কাজ করলে যদি কফি হাউস কর্তৃপক্ষের ব্যবসার ক্ষতি হয়, সেটা কাঙ্খিত নয়। যাদবপুরে কফি হাউসে সকলে এসে বসুন, আড্ডা মারুন, খাবার খান। কফির সঙ্গে তর্ক-আলোচনা চলুক। কিন্তু অপ্রীতিকর পরিস্থিতির জেরে আর যেন বন্ধ না হয়। গড়িয়ার বাসিন্দা সাহিত্য-সংস্কৃতি চর্চায় পারদর্শী কৌশিক গুহ যাদবপুরে কফি হাউসে আসছেন ১৮ বছরের উপর। তাঁর বক্তব্য, এক কাপ কফি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা টেবিল-চেয়ার আটকে রাখলেন, এটা সমীচীন নয়। অন্যের যাতে অসুবিধা না হয়, সেটা বুঝে সবার পদক্ষেপ করা উচিত।
গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বন্ধ হয়ে গিয়েছিল যাদবপুর কফি হাউস। অভিযোগ, এক মহিলা সহ কয়েকজন সেখানে ল্যাপটপ নিয়ে অফিসের কাজকর্ম করছিলেন। এমনকী হেলমেট রেখে চেয়ার আটকে রাখা হয়েছিল। তার জেরে আড্ডাতীর্থে আসা বাকিরা অসুবিধার মধ্যে পড়েন। এছাড়াও কফি হাউসের কর্মীদের সঙ্গে অসভ্যতা, নোটিস ছিঁড়ে ফেলার অভিযোগ উঠে। যার রেশ গড়ায় যাদবপুর থানা পর্যন্ত। তারপর ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড বন্ধ করে দেয় যাদবপুর শাখা। রবিবার তা ফের খুলেছে। যাদবপুর ব্যবসায়ী সমিতি, কফি হাউস কর্তৃপক্ষের আলোচনার ভিত্তিতে ফের তা চালু হওয়ায় খুশি আড্ডাতীর্থের লোকজন।

26th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ