বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

‘দেশের হয়ে ১০০ ম্যাচ খেলতে হবে ওকে’, সোনার মেয়ে তিতাসের সাফল্যে উচ্ছ্বসিত বাবা

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিষাক্ত সুইংয়ে লঙ্কাবধ করে ভারতীয় দলকে কাঙ্খিত সোনা এনে দিয়েছেন বাংলার ফার্স্ট বোলার তিতাস সাধু। তাঁর এই সাফল্যে পরিবারের পাশাপাশি উচ্ছ্বসিত গোট চুঁচুড়া। যে ক্লাবে তিতাসের হাতেখড়ি সেখানেও উৎসবের মেজাজ। বুধবার চুঁচুড়ায় ফিরছেন সোনার মেয়ে। তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে সবাই। উৎসবের প্রস্তুতি চলছে। তবে সাফল্য উদযাপনের আনন্দের মাঝেও তিতাসের বাবা রণদীপ সাধু মনে করিয়ে দিচ্ছেন, সামনে কঠিন লড়াই। ভারতীয় দলের নিয়মিত সদস্য হওয়াই এখন মেয়ের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমি চাইব মেয়ের লক্ষ্য হোক দেশের হয়ে ১০০ ম্যাচ খেলা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে সফল হতে গেলে আরও মনের জোর বাড়াতে হবে ওকে।’
চুঁচুড়া রবীন্দ্রভবন এলাকায় বাড়ি তিতাসের। এই মাসের ২৯ তারিখ ১৯ বছরে পা দেবেন। জন্মদিনের দু’দিন মাত্র আগে সাফল্যে আসায় সাধু পরিবারে উৎসবের মেজাজ। তবে ওই আনন্দ ও উচ্ছ্বাসে সংযমের ছাপও স্পষ্ট। তিতাসের বাবা ও মা চান সাফল্যের আনন্দে না ভেসে সামনের লড়াইয়ের জন্য মেয়ে আরও কঠিন সাধনা করক। অনূর্ধ্ব ১৯-এর ফাইনালে চার ওভার বল করে তিতাস ছ’রানে দু’উইকেট পেয়েছিলেন। এশিয়ান গেমসের ফাইনালে চার ওভারে ছ’রান দিয়ে তিন উইকেট ও একটি মেডেন ওভার পান। তবে দু’টি খেলার তুলনায় যেতে চান না রণদীপবাবু। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে গেলে কঠিন পরিশ্রম জরুরি। আসলে মনের জোর অনেক তফাৎ গড়ে দেয়। সেটা ওকে করতে হবে। রবিবার সন্ধ্যায় মেয়ের সঙ্গে কথা হয়েছিল। ওকে মাথা ঠান্ডা রাখতে বলেছিলাম। ফাইনালের চাপটা সামলে নিতে পেরেছে। এবার ভারতীয় দলে জায়গা পাকা করতে হবে।’ এদিকে তিতাসের ঠাকুমা তৃপ্তিদেবী নাতনিকে নিয়ে খুবই স্নেহশীল। বলেন, ‘ওর খেলা টিভিতে দেখেছি। খুব খুশি আমি। বাড়িতে এলে ওকে অনেক আদর করব। আমার নাতনি গোটা চুঁচুড়ার গর্ব। সামনের বছর উচ্চমাধ্যমিক দেবে। মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে। এইটুকু মেয়ে কত চাপ সামলাচ্ছে দেখে ভালো লাগে।’ কোচ দেবদুলালবাবু বলেন, ‘অসাধারণ মেধা ও মনের জোর রয়েছে ওর। লম্বা রেসের ঘোড়া। শুধু বল নয় ব্যাটটাও ভালো করে। ওর জেদ ওকে অনেক সাফল্য এনে দেবে।’ 

26th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ