বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ফোনে প্রেমিকের সঙ্গে মনোমালিন্য, হস্টেলে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নার্সিং পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফোনে কার সঙ্গে কথা বলার পর হতাশায় ভেঙে  পড়েছিলেন মল্লিকা? কে সেই ব্যক্তি, রবিবার রাতে যিনি মল্লিকাকে শেষ ফোন করেছিলেন? পূর্ব যাদবপুর থানার পূর্বালোকে নার্সিং ছাত্রী মল্লিকার রহস্যমৃত্যুর তদন্তে নেমে এই প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারী পুলিস অফিসার। মল্লিকার মোবাইলের কল ডিটেলস রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে।
এসএসকেএমের পর এবার পূর্ব যাদবপুর! শহরে ফের আত্মহত্যা করলেন এক নার্সিং ছাত্রী! সোমবার সকালে পূর্ব যাদবপুর থানার পূর্বালোকে গ্রিনপার্ক নার্সিংহোমের পাশের বহুতলে অবস্থিত নার্সিং হস্টেলের ছাদে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন মল্লিকা দাস। বয়স ২২। বাঁকুড়ার তালড্যাংরার বাসিন্দা তিনি। পূর্ব যাদবপুর থানার এক নামী বেসরকারি হাসপাতালের ফাইনাল ইয়ারের ছাত্রী। সতীর্থরা পুলিসকে জানিয়েছেন, রবিবার খাওয়া-দাওয়ার সময়ও হাসিখুশি ছিলেন মল্লিকা। তারপর ওর মোবাইলে একটি ফোন আসে। ফোনটা নিয়ে তিনি ছাদে চলে যান। ওটাই শেষ ফোন। তারপর থেকেই  কিছুটা চুপচাপ হয়ে যান তিনি। সকাল আটটা নাগাদ রুমে তাঁকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু হয়। তখনই দেখা যায়, ছাদের সিঁড়িতে লোহার রড থেকে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছেন মল্লিকা।
খবর পেয়ে পূর্ব যাদবপুর থানার পুলিস আসে। তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক মল্লিকাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের জন্য পুলিস অপেক্ষা করছে। এদিকে, মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে বাঁকুড়া থেকে সকালেই কলকাতার পথে রওনা দেন বাবা-মা।উল্লেখ্য, গত ২৪ আগস্ট ফোনে প্রেমিকের সঙ্গে মান-অভিমানের জেরে এসএসকেএম হাসপাতালের নার্সিং হস্টেলে আত্মঘাতী হয়েছিলেন সুতপা কর্মকার। 
পুলিসের এক সূত্র জানাচ্ছে, ‘খুব সম্ভবত সম্পর্কের টানাপোড়েন থেকেই আত্মঘাতী হয়েছেন পূর্ব যাদবপুরের নার্সিং ছাত্রী। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মল্লিকার। রবিবার রাতে ফোনে ওই যুবকের সঙ্গে কথা বলার সময় মান-অভিমান হয় তাঁর।’ পুলিসের অনুমান সম্ভবত এর জেরেই আত্মঘাতী হয়েছেন  মল্লিকা। ছাত্রীর মোবাইল ঘেঁটে পুলিস হোয়াটসঅ্যাপে সেভ করা অবস্থায় একটি মেসেজ পেয়েছে। সেই মেসেজে লেখা হয়েছে, ‘কারও কোনও দোষ নেই। আমার মৃত্যুর জন্য আমিই দায়ী।’ পাশাপাশি, তাঁর কাছে কে কত টাকা পাবেন, সেটাও লিখে গিয়েছেন মল্লিকা।

26th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ