বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

১০ হাজারে শুরু ‘সার্ভিস’ রেট, প্যাকেজ ৫০ হাজার, এসএসকেএম হাসপাতালে দালাল চক্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ধমানের এক বাসিন্দা কয়েকদিন আগে আত্মীয়ের চিকিৎসার জন্য গিয়েছিলেন এসএসকেএমে। তাঁদের অ্যাম্বুলেন্স দেখেই এক আগন্তুক এগিয়ে এসে বলে, ‘কোনও সাহায্য লাগলে বলবেন।’ রোগীর পরিবার বলে, ‘ভর্তির ব্যবস্থা করে দিতে পারবেন?’ ওই ব্যক্তি জানায়, ‘ভর্তি নয়, আমরা দ্রুত টেস্টের ব্যবস্থা করে দিতে পারব।’ বিষয়টি একটি সূত্র মারফত কানে ওঠে গোয়েন্দা কর্তাদের। তাঁরা বুঝতে পারেন, এটা দালাল চক্রেরই কাজ। কিন্তু তাঁদের মনে প্রশ্ন জাগে, কেন দালালরা বলছে, তারা একটি কাজ করতে পারবে, অন্যটি পারবে না। তার উত্তর খুঁজতে তৎপর হয়ে ওঠেন গোয়েন্দারা। 
একজনকে রোগী সাজিয়ে গোয়েন্দাদের একটি টিম রবিবার এই হাসপাতালে ঢোকে। ইমার্জেন্সি থেকে একটু এগিয়ে দাঁড়াতেই সেই পরিচিত কন্ঠস্বর ভেসে আসে, ‘কী দরকার বলুন। সব ব্যবস্থা হয়ে যাবে।’ সাদা পোশাকে থাকা এক পুলিস কর্মী জানান, ‘অ্যাম্বুলেন্সে থাকা রোগীর অনেকগুলি টেস্ট দরকার। ভর্তি করিয়ে করতে পারলে ভালো হয়।’ দালালরা বলে, ‘সব হয়ে যাবে এরজন্য টাকা লাগবে।’ এর মাঝে অপরিচিত ওই ব্যক্তির সঙ্গে যোগ দেয় আরও দু’জন। রীতিমতো দরাদরির পর বলা হয়, তিরিশ হাজার টাকায় সব কাজ হয়ে যাবে। এরপরই স্বমূর্তি ধারণ করে সাদা পোশাকে থাকা পুলিস কর্মীরা। সেখান থেকে ধরা হয় অভিষেক মল্লিক, অভয় বাল্মীকি ও দেব মল্লিক নামে তিন দালালকে। তাদের জেরা করে সোমবার সকালে গ্রেপ্তার করা হয় সুরিন্দর নামে আরও একজনকে। তারা সকলেই ভবানীপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পারছেন, দালালদের একটি সিন্ডিকেট চলছে গোটা এসএসকেএমে। বিভিন্ন জন বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তবে একের সঙ্গে অন্যের যোগাযোগ রয়েছে। কোনও সিন্ডিকেট ভর্তি করানোর জন্য টাকা নেয়। আবার কেউ দ্রুত অপারেশনের ডেট পাইয়ে দেবে বলে। প্রত্যেকের আলাদা আলাদা টিম রয়েছে। তার জন্য রয়েছে আলাদা আলাদা রেটও। তার শুরু দশ হাজার টাকা থেকে। যদি কেউ ভর্তি, অপারেশন, টেস্ট, রক্ত থেকে শুরু করে সমস্ত ‘প্যাকেজ’ (দালালদের ভাষায়) নিতে চান, তাহলে দালালদের দিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা। রোগীর পরিবার অনুযায়ী এই অঙ্ক বাড়ে বা কমে। জানা যাচ্ছে, ধরা পড়া চারজনই আলাদা আলাদা কাজ করত। তাদের বাকি শাগরেদদের খোঁজ চলছে।

26th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ