বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

খাকি দেখলেই কামড়াচ্ছে প্রশিক্ষিত কুকুর, পুলিসের হাত গলে পালাল মাদক কারবারি

কোট্টায়াম: খাকি পোশাক দেখলেই বিগড়ে যাচ্ছে মাথা। শুরু তারস্বরে ঘেউ ঘেউ। তেড়ে আসছে পাগলের মতো। পোষ্য সারমেয়দের এমনই প্রশিক্ষণ দিয়েছিল এক ড্রাগ ডিলার। সেই ডিলারকে ধরতে গিয়ে রীতিমতো লেজেগোবরে অবস্থা পুলিসের। খাকি দেখেই হিংস্র আক্রমণ চালায় কুকুরের দল। আর সেই সুযোগেই পগার পার অপরাধী। তাকে ধরার সব চেষ্টাই ব্যর্থ। পুলিসকে ফিরে আসতে হয় খালি হাতে। 
রবিবার মাঝরাতে কেরলের কোট্টায়ামের গান্ধীনগর এলাকায় এক গাঁজা কারবারিকে ধরতে গিয়েছিল পুলিসের মাদকবিরোধী স্কোয়াড। সেখানেই এমন নজিরবিহীন কুকুর হামলার মুখোমুখি হয় তারা। যা দেখে তাজ্জব দুঁদে পুলিসকর্তারা। তাঁরা জানিয়েছেন, কুকুরগুলি রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যাতে তারা খাকি পোশাক দেখলেই তেড়ে যায়। পুলিসের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ১৩টি কুকুরকে এভাবে প্রশিক্ষণ দিয়ে পুলিস-বিদ্বেষী করে তুলেছে ওই কারবারি। তাদেরকে সামনে রেখেই রমরমিয়ে চলত গাঁজার ব্যবসা। অভিযানে ১৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। অভিযুক্ত পলাতক। কুকুরগুলিকে অবশ্য আটক করা হয়েছে। 
কোট্টায়ামের পুলিস সুপার কে কার্তিক বলেন, আমরা জানতাম না সেখানে এত কুকুর রয়েছে। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে হিংস্র করে তোলা হয়েছিল। রাতে অভিযান চালাতে গিয়েই প্রথমে বাধার মুখে পড়তে হয় আমাদের। সৌভাগ্যবশত পুলিসকর্মীদের কাউকেই কামড়াতে পারেনি। তিনি আরও বলেন,  কুকুরগুলিকে প্রশিক্ষণের জন্য বিএসএফের প্রাক্তন কর্মীকে নিযুক্ত করেছিল ওই মাদক কারবারি। ওই প্রাক্তন বিএসএফ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিস জানিয়েছে। 

26th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ