বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হকিতে নেহরু কাপ বেঙ্গল চ্যাম্পিয়ন বারুইপুর হাইস্কুল

সংবাদদাতা, বারুইপুর: হকি প্রতিযোগিতায় নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর হাই স্কুল। অনূর্ধ্ব ১৫ হকিতে জওহরলাল নেহরু কাপ প্রতিযোগিতায় বেঙ্গল চ্যাম্পিয়ন হল বারুইপুর হাই স্কুল। রবিবার সল্টলেক সাই কমপ্লেক্সে এই প্রতিযোগিতার ফাইনালে ২-১ গোলে নদীয়া ডন বসকো স্কুলকে হারায় বারুইপুর হাই স্কুল। স্কুলের এই কৃতিত্বে খুশি শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা। প্রধান শিক্ষক শুভ্রজিত সেনাপতি বলেন, স্কুলের মুখ রক্ষা করল ছেলেরা। দারুন খেলেছে প্রতিযোগিতায়। এর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলা স্তরে হরিণডাঙা হাই স্কুলকে ৫ গোলে হারিয়ে আমরা জেলা চ্যাম্পিয়ন হয়েছিলাম। প্রশিক্ষক রাসেদ কামেল বলেন, এই প্রতিযোগিতায় ছেলেদের ১০টি টিম ও মেয়েদের ১৪টি টিম অংশ নেয়। 
মেয়েদের মধ্যে বাঁকুড়া স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বারুইপুরের মল্লিকপুর গার্লস হাই স্কুল। এরপর ১২ অক্টোবর রাজ্যের হয়ে খেলতে দিল্লিতে যাচ্ছে এই টিম। সেমি ফাইনালে জলপাইগুড়িকে ৫ গোলে হারিয়ে তবেই ফাইনালে উঠি আমরা। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলদাতা দীপ সর্দার। ম্যান অফ দি সিরিজ পবিত্র সর্দার। 
স্কুলের গেম শিক্ষক কৃষ্ণপদ মণ্ডল বলেন, শাসনের মাঠে শাসন বালক সঙ্ঘের সঙ্গে যৌথভাবে আমাদের ছাত্রদের হকিতে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরেই এই সাফল্য।  নিজস্ব চিত্র

25th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ