বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাঁটুতে ফের চোট, ১০ দিন বিশ্রামে মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‌মাস তিনেক আগে কপ্টার থেকে নামতে গিয়ে বাম হাঁটুতে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক বিদেশসফর কালে পায়ের সেখানেই ফের চোট পেয়েছেন তিনি। তাই প্রয়োজনীয় চিকিৎসার জন্য রবিবার বিকেলে, কলকাতায় ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পিজি হাসপাতালে যান। এমআরআই সহ বিভিন্ন পরীক্ষানিরীক্ষা হয় তাঁর। সেই সঙ্গে ব্যথা কমাতে জরুরিভিত্তিক কিছু ‘প্রসিডিওর’ করা হয়। চিকিৎসকরা তাঁকে ১০ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। পিজি হাসপাতালের অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত যে প্রেস নোট এদিন পড়ে শোনান, সেখানে এই কথা জানানো হয়েছে। 
হাসপাতাল সূত্রে খবর, বিদেশ সফরকালে মুখ্যমন্ত্রীর হাঁটুতে বেশ জোরালো আঘাতই লেগেছে। হাড় না ভাঙলেও হাঁটুর অস্থিসন্ধি এবং তার আশপাশে ভালোরকম চোট পেয়েছেন তিনি। ‘মাসল টিয়ার’ হয়েছে। সেই কারণে ক্ষতস্থান থেকে ফ্লুইড বের করার পাশাপাশি ব্যথা কমানোর ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাঁকে। তবে এবার চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, পর্যাপ্ত বিশ্রামের আগেই চোট পাওয়া জায়গা বেশি নাড়াচাড়া করলে কষ্ট বাড়বে। 
এদিন বিকেল ৪টে ৫ মিনিটে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী প্রথমে যান পিজি’র উডবার্ন ওয়ার্ডে। এমআরআই সেন্টারে পরীক্ষার পর তাঁকে নিয়ে যাওয়া হয় উডবার্ন ওটিতে। মমতা হাসপাতালে থাকাকালীন সারাক্ষণ ভিড় জমেছিল নেত্রীকে কাছ থেকে দেখার জন্য। সেই ভিড়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি ছিলেন বহু সাধারণ মানুষ, হাসপাতালের অন্যান্য রোগীর পরিজন। 

25th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ