বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সন্তানদের সঙ্গে অভিভাবকরা অনলাইন গেম খেললে ক্ষতি নেই, মত বিশেষজ্ঞের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়ুয়াদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার বিরুদ্ধে কথা বলেন অনেকেই। কারণ তা নানাভাবে শৈশবের ক্ষতি করতে পারে। কিন্তু অভিভাবকরা যদি তাঁর সন্তানদের সঙ্গে অনলাইনে গেম খেলেন, তাতে কোনও ক্ষতি নেই। এমনটাই মতামত দিলেন শহরের একটি নামজাদা বেসরকারি হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট স্মরণিকা ত্রিপাঠী। শিক্ষাব্যবস্থা নিয়ে মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অভিভাবকরা সবসময় তাঁদের সন্তানদের থেকে কিছু না কিছু চাইতেই থাকেন। তাঁরা শিশুদের অভিভাবক না-হয়ে বিচারক হয়ে ওঠেন অনেকাংশে। তা না-করে, বাবা-মায়ের উচিত সন্তানদের নিজস্ব জগতে ঢুকে পড়া। কারণ, অভিভাবকরা এখন সন্তানদের চেয়ে অনেক বেশি মানসিক চাপের মধ্যে থাকেন। তাই তাঁরা যদি শিশুদের সঙ্গে অনলাইনে খেলায় মাতেন, তাতে কোনও ক্ষতি নেই। ওই অনুষ্ঠানে শহরের একটি নামী স্কুলের অধ্যক্ষ দময়ন্তী মুখোপাধ্যায় বলেন, সন্তানের দিকে খেয়াল রাখাতেই বাবা-মায়ের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সবটুকু ভালোবাসা ও স্নেহ সন্তানদের জন্য উজাড় করে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে এমনভাবে মেশা উচিত, যাতে কোনও শঠতা না থাকে। অভিভাবকদের পাশাপাশি একই কথা প্রযোজ্য স্কুলগুলির ক্ষেত্রেও। 
পড়াশুনোর জন্য কোন বোর্ড এবং কেমন স্কুল বেছে নেওয়া উচিত? হায়দরাবাদের একটি নামী স্কুলের অধ্যক্ষ স্কন্দ বালি বলেন, সন্তানকে ভবিষ্যতে কোন পেশায় দেখতে চান, সেইদিকে নজর দিয়েই বোর্ড বাছাই করা দরকার। তবে স্কুল বাছাইয়ের আগে অবশ্যই পছন্দের স্কুলটির পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে কথা বলা প্রয়োজন। সংশ্লিষ্ট স্কুলে গিয়ে সেখানকার পরিবেশও সরেজমিনে দেখা জরুরি। স্কুলের পাঠ্যক্রমে কী কী আছে, তা ভালোভাবে যাচাই না করে স্কুল ও বোর্ড ঠিক করা উচিত নয়। পরামর্শ তাঁর। পাঠ্যসূচিতে অতিরিক্ত বিষয় বাছাইয়ের ক্ষেত্রে পড়ুয়ার পছন্দমতো বিদেশি ভাষা চর্চাকে গুরুত্ব দেওয়ার কথাও উঠে আসে ওই আলোচনায়।

25th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ