বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

পুরসভার ‘কলকাতা শ্রী’র কার্টেন রেইজার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভা আয়োজিত দুর্গাপুজোর প্রতিযোগিতা ‘কলকাতা শ্রী’র কার্টেন রেইজার হল। শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, স্বপন সমাদ্দার, সন্দীপরঞ্জন বক্সি ও মিতালী বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিনেত্রী ঈশা সাহাও। সিইএসসির আধিকারিকরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
এই প্রতিযোগিতায় কলকাতার সব পুজো অংশ নিতে পারবে। রয়েছে মোট ১১টি ক্যাটাগরি। শুক্রবার থেকেই ফর্ম দেওয়া শুরু হয়েছে। পুরসভা থেকেও ফর্ম সংগ্রহ করতে পারবেন উদ্যোক্তারা। ফর্ম জমা দেওয়ার শেষ দিন ১২ অক্টোবর। রবিবার এবং ছুটির দিন বাদে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ফর্ম দেওয়া হবে পুরসভায়। ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। প্রতিযোগিতায় বাড়ি বা আবাসনের পুজো অংশ নিতে পারবে না। প্রতিযোগিতার বিচারকমণ্ডলী ১৬ অক্টোবর থেকে মণ্ডপ পরিদর্শন করবেন। দর্শকরাও সেরা পুজো বেছে নেওয়ার সুযোগ পাবে। কলকাতা পুরসভার ওয়েবসাইটে  (http://www.kmcgov.in) অনলাইনে ভোট দেওয়া যাবে। এই ক্যাটাগরিতে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর রাত বারোটা পর্যন্ত ভোট দেওয়া যাবে। আরও বিস্তারিত জানতে পুরসভার ৮২৭৪৯৮৩৮১৪ ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। - নিজস্ব চিত্র

23rd     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ