বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙতে
কেন্দ্রীয় টিম তৈরির সিদ্ধান্ত মেয়রের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েক সপ্তাহ আগের ঘটনা। বাঘাযতীন অঞ্চলে একটি বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়েন কলকাতা পুরসভার কর্মীরা। বাড়ি ভাঙার কাজ বন্ধ করতে ছুটে এসেছিলেন খোদ স্থানীয় কাউন্সিলার। শেষ অবধি বেআইনি নির্মাণ না ভেঙেই ফিরে আসতে হয় কর্মীদের। পরে অবশ্য ওই নির্মাণ ভাঙার প্রক্রিয়া ফের শুরু হয়।
শহরে একদিকে যেমন বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হয়েছে পুরসভা, তেমনই নানা ক্ষেত্রে স্থানীয় স্তর থেকে বাধাও আসছে। তাই এই ধরনের সমস্যার সমাধানে বিল্ডিং বিভাগকে কেন্দ্রীয় টিম তৈরির নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে গার্ডেনরিচ অঞ্চল থেকে একটি ফোন আসে। সেখানে এক জনৈক ব্যক্তি বলেন, এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে। যার জেরে তাঁর বাড়ি এবং রাস্তার সামনে নিকাশি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। নোংরা জল বেরনোর রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বরো অফিসে অভিযোগ করেও লাভ হয়নি। অফিসাররা এলাকা ঘুরে গিয়েছেন। কিন্তু ওই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয় স্তরে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ওই ব্যক্তি। 
ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেন, বরো স্তরে অনেক সময় অফিসারদের উপর নানা চাপ থাকে। এ সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় টিম পাঠানো প্রয়োজন। বিল্ডিং বিভাগের ডিজি উজ্জ্বল সরকারকে তিনি বেআইনি নির্মাণ ভাঙতে কেন্দ্রীয় টিম তৈরি নির্দেশ দেন। এমন ক্ষেত্রে বরো বা ওয়ার্ড স্তরের অফিসাররা যাবেন না। পুরসভা থেকে ওই টিম শহরের সর্বত্র নজরদারি চালাবে। তারাই ভাঙার কাজ করবে। 
বিল্ডিং বিভাগ জানাচ্ছে, বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গত ক’মাসে পাঁচশোরও বেশি নির্মাণ ভাঙা হয়েছে। কিন্তু, অনেক ক্ষেত্রে বাধা আসছে। এক অফিসার বলেন, আনুষ্ঠানিকভাবে টিম তৈরি না হলেও পাঁচ সদস্যের একটি দল রয়েছে। তবে, খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া ওই টিমকে ব্যবহার করা হয় না। তবে মেয়রের নির্দেশে এবার থেকে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে এই টিম কাজ করবে। প্রয়োজনে টিমে সদস্য সংখ্যা বাড়ানো হবে। 

23rd     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ