বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মেডিক্যাল কলেজই মশার লার্ভার
আঁতুড়ঘর, ক্ষোভ প্রকাশ অতীনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় হু হু করে বাড়ছে ডেঙ্গু। পুরসভার তথ্য বলছে, গত এক সপ্তাহে শহরে প্রায় ১১০০ জন মানুষ নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩৮০০ জন। অনেককে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। সাম্প্রতিক ডেঙ্গু আক্রান্তের তালিকায় রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একাধিক চিকিৎসক পড়ুয়া ও কর্মী। চক্ষু বিভাগের এক চিকিৎসকের প্রাণও গিয়েছে। তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি বলে অভিযোগ। শুক্রবার ডেপুটি মেয়র অতীন ঘোষ কলকাতা মেডিক‌্যা঩ল কলেজে যান। সেখানকার শোচনীয় পরিস্থিতি দেখে মেজাজ হারান তিনি। 
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান জানাচ্ছে, ক্রমেই দুশ্চিন্তা বাড়াচ্ছে কলকাতার ডেঙ্গু পরিস্থিতি। সামগ্রিকভাবে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় দু’নম্বরে উঠে এসেছে কলকাতা। বৃহস্পতিবার অর্থাৎ বছরের ৩৮ তম সপ্তাহ পর্যন্ত কলকাতায় মোট ডেঙ্গু আক্রান্ত ৪,৪২৭। গত দেড় মাসে কলকাতায় ডেঙ্গু বেড়েছে আট গুণ!  
ডেপুটি মেয়রের নেতৃত্বে ডেঙ্গু দমন অভিযানে এদিন মেডিক্যাল কলেজে যায় কলকাতা পুরসভার টিম। দেখা যায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নির্মাণ সামগ্রী। জিনিসপত্রে জমা জলে কিলবিল করছে মশার লার্ভা। এসব দেখে অসন্তোষ চেপে রাখেননি ডেপুটি মেয়র। সঙ্গে ছিলেন পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস এবং বিভাগের একাধিক কর্মী-আধিকারিক। মেডিক্যাল কলেজের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডাঃ অঞ্জন অধিকারীর সঙ্গে কথা বলেন ডেপুটি মেয়র। এরপর তিনি যান পূর্তদপ্তরের সরঞ্জাম থাকা তালাবন্ধ একটি পার্কের কাছে। তালা খোলা হয়নি কেন, পুরসভার এক অফিসারের কাছে জানতে চান তিনি। জবাবে ওই অফিসার বলেন, তিনি নোটিস পাঠিয়েছিলেন। তারপরও তালা খোলা হয়নি। শুনেই রীতিমতো চটে যান ডেপুটি মেয়র। তাঁর মতে, নোটিস পাঠিয়ে দায়সারা গোছের কাজ করছেন কেন? রীতিমতো ধমক দেন ভেক্টর অফিসারকে। 
অতীনবাবু বলেন, মেডিক্যালের পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। তবে ছ’টি জায়গা চিহ্নিত করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ সজাগ থাকলে পরিস্থিতি এতটা খারাপ হতো না। তারা অবলিম্বে সব পরিষ্কার করে ফেলবে বলে জানিয়েছে। সুপারের সঙ্গে কথা হয়েছে। হাসপাতাল চত্বর পরিষ্কার করতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে সময় বেঁধে দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রের খবর। এদিন বিধানসভার পরিস্থিতিও খতিয়ে দেখতে গিয়েছিল পুরসভার একটি টিম। এখানকার এক কর্মী ইতিমধ্যেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।  কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘বৃষ্টি হচ্ছে। ডেঙ্গু বাড়ছে এটা ঠিক। যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি আমরা। পুরো বিষয়টিতে অতীন ঘোষ নিজে নজরদারি করছেন। তবে মানুষকেও সচেতন হতে হবে। মেডিক্যালের সুপার বা পূর্তদপ্তর— সংশ্লিষ্ট সকলকে নোটিস দেওয়া হচ্ছে।’ - নিজস্ব চিত্র

23rd     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ