বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বার ডান্সারের কাজ করতে রাজি না হওয়ায় ফ্ল্যাটে বন্দি ২ পাঞ্জাব তনয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে দিন দুয়েক আগে পাঞ্জাব থেকে দুই তরুণীকে কলকাতায় আনা হয়েছিল। অভিযোগ, কলকাতায় আসার পর থেকেই তাঁদের শহরের একটি বারে ডান্সার হিসেবে কাজের জন্য চাপ  দেওয়া হচ্ছিল।  কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় দুই তরুণীকে কসবা থানার রাজডাঙা এলাকার একটি ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল।
সৌভাগ্যক্রমে ওই তল্লাটেই কলকাতা পুলিসের একজন সোর্স থাকতেন। বিষয়টি তাঁর নজর এড়ায়নি। ফলে সোর্স মারফত খবর পৌঁছে যায় লালবাজারে কলকাতা পুলিসের অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিটের গোয়েন্দাদের কাছে। এরপরই বৃহস্পতিবার ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিস। সেখান থেকে উদ্ধার করা দুই পাঞ্জাব-কন্যাকে।
ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পাঞ্জাব থেকে কলকাতায় পাচার, জোর করে বার ডান্সার পেশায় নামানোর চেষ্টায় জড়িত থাকার অভিযোগে লালবাজার ভিন রাজ্যের মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল মহম্মদ ফয়জল, চাঁদ বাবু এবং সুরজ কুমার। এরমধ্যে ফয়জল উত্তরপ্রদেশ এবং বাকিরা বিহারের বাসিন্দা। 
ধৃতদের শুক্রবার দুপুরে আলিপুর আদালতে তোলা হলে, আদালত  ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া দুই তরুণীকে হোমে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কলকাতা পুলিসের নিউ মার্কেট, বউবাজার, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, উল্টোডাঙা, মানিকতলা, আনন্দপুর, তিলজলা থানা এলাকার বারগুলিতে দীর্ঘদিন ধরেই পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং মহারাষ্ট্রের বার ডান্সারদের রমরমা। কলকাতা পুলিসের বাইরে বাগুইআটি, এয়ারপোর্ট, মধ্যমগ্রাম থেকে শুরু করে কল্যাণী এক্সপ্রেসওয়ের দু’পাশে ব্যাঙের ছাতার মতো এমন অনেক বার গজিয়ে উঠেছে। সেখানে ভিন রাজ্যের বার ডান্সারদের  দাপটে এরাজ্যের বার ডান্সাররা কার্যত কোণঠাসা। কলকাতা পুলিসের এলাকায় বারে ডান্স করার বৈধ অনুমতি নেই। কিন্তু  পুলিসের একাংশের সঙ্গে  ‘মান্থলি’ ব্যবস্থা থাকায় ও নজরদারির অভাবে আইনের ফাঁক গলে এই অবৈধ কারবার এখনও চলছে বলে অভিযোগ।      

23rd     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ