বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাইকোর্টে প্রমাণ দাখিলে ব্যর্থ ইডি, অভিষেককে রক্ষাকবচ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিজ্ঞাসাবাদের নামে বারবার তলব। বিভিন্ন সময় সুকৌশলে হাওয়ায় ‘খবর’ ভাসিয়ে দেওয়া। এত তৎপরতার নিট ফল যে ‘শূন্য’, শুক্রবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কার্যত সেটাই প্রমাণিত হল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে প্রমাণ দাখিলে ‘ব্যর্থ’ হল ইডি। ফলে ‘রক্ষাকবচ’ পেলেন অভিষেক। বিচারপতি ঘোষের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এনফোর্সমেন্ট কেস ইনফর্মেশন রিপোর্ট বা ইসিআইআরের ভিত্তিতে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না ইডি। 
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের একটি চিঠির প্রেক্ষিতে এই মামলায় নাম জড়িয়েছিল তাঁর। তারপরই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও প্রমাণ থাকলে তিনি ফাঁসিতে ঝুলতেও রাজি। পরবর্তীকালেও তিনি বারবার বলেছেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে তা সামনে আনা হোক। সেই সঙ্গে ইডির দায়ের করা ইসিআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এর মধ্যেই সমন পাঠিয়ে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। এই আবহে হাইকোর্টের এদিনের নির্দেশে আসলে অভিষেকের দাবিতেই সিলমোহর পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নির্দেশে বিচারপতি ঘোষ জানিয়েছেন, সুজয়কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর বয়ান ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি ইডি। তাই ওই ইসিআইআরের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে ইডির দায়ের করা ইসিআইআর বহাল রেখেছে আদালত। বিচারপতি জানিয়েছেন, ইসিআইআর খারিজের আবেদন এখনও অপরিণত অবস্থায় রয়েছে। ইসিআইআরের ভিত্তিতে গ্রেপ্তারির মতো কঠোর পদক্ষেপ প্রসঙ্গে বিচারপতি প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনের(পিএমএলএ) ১৯ নম্বর ধারার কথা উল্লেখ করেন। পিএমএলএ আইনে গ্রেপ্তারির মতো পদক্ষেপের ক্ষেত্রে অভিযুক্তর বিরুদ্ধে পর্যাপ্ত ও কার্যকরী তথ্যপ্রমাণ থাকা জরুরি বলে উল্লেখ রয়েছে ১৯ নম্বর ধারায়। এক্ষেত্রে সেরকম কোনও প্রমাণ হাজির করতে পারেনি তদন্তকারী সংস্থা। 
রায় প্রসঙ্গে এদিন অবশ্য কোনও মন্তব্য করেননি অভিষেক। সংসদের অধিবেশন শেষ করে এদিন বিকেলে কলকাতায় ফিরেছেন তিনি। বিমানবন্দরে তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে গলায় হাত দিয়ে তিনি তাঁর শারীরিক অসুস্থতা ও কথা বলতে সমস্যার কথা জানান। তবে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এক সুরে সরব হয়েছেন। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সির হাতে কোনও প্রমাণ নেই। বিজেপি যে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে অভিষেককে টার্গেট করেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে।’ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘এই প্রতিহিংসার রাজনীতির জবাব তারা পাবেই।’

23rd     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ