বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

চাঁদার নামে তোলাবাজি, ক্লাবে তালা দিলেন বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চা-পানের দোকান থেকে তেমন আয় হচ্ছিল না। তাই সামনের অংশ চালা তৈরি করে ফাস্টফুডের দোকান করেছিলেন চুঁচুড়া পুরসভার পেয়ারাবাগান এলাকার বাসিন্দা। কিন্তু দোকান করলে কী হবে, স্থানীয় ক্লাবের লোকজন এসে ওই চালাঘরের জন্য ১০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ। সেই টাকা না মেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে এসে চাণ্ডব চালায় ক্লাবের সদস্যরা। অভিযোগ, দোকানের বিভিন্ন সামগ্রীও ফেলে দেয় তারা। অভিযোগ পেয়ে শুক্রবার সকালে পুলিস নিয়ে ওই এলাকায় হাজির হন বিধায়ক অসিত মজুমদার। তিনি অভিযুক্ত ক্লাব সদস্যকে ডেকে এনে ওই দোকানির কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। ক্লাবের মধ্যে মদের বোতল ও গাঁজার কল্কে দেখে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। এরপর ক্লাবের দরজায় তালা লাগিয়ে পুলিসের হাতে সেই চাবি তুলে দেন তিনি। এদিন এই ঘটনাকে কেন্দ্র চুঁচুড়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান এলাকায় জয়ন্ত দাসের ছোট দোকান ছিল। সম্প্রতি তিনি ফাস্টফুডের দোকান করেন। বৃষ্টির হাত থেকে বাঁচতে দোকানের উপর একটি ছোট শেড তৈরি করেন। অভিযোগ, স্থানীয় ক্লাবের সদস্যরা ওই কাজের জন্য তাঁর কাছে ১০ হাজার টাকা চাঁদা চায়। জয়ন্তবাবুর ওই টাকা দেওয়ার সামর্থ্য নেই, সেকথা জানালে ক্লাবের সদস্যরা তেলে-বেগুনে জ্বলে ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব সদস্য কৌশিক সাহা তাঁকে হুমকি দেওয়ার পাশাপাশি দোকান থেকে হাঁড়ি, কড়াই সহ অন্যান্য সামগ্রী ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। শুক্রবার ভোরে জয়ন্তবাবু বিধায়কের দ্বারস্থ হন। এরপর সকাল ১১টা নাগাদ পুলিসকে সঙ্গে নিয়ে এলাকায় যান বিধায়ক। অভিযুক্ত যুবকের খোঁজে তিনি একটি ক্লাবে ঢোকেন। পুলিস দেখে ক্লাবের সদস্যরা চম্পট দেয়। ক্লাবের মধ্যে মদের বোতল ও গাঁজার কল্কে দেখে বিধায়ক ক্ষোভে ফেটে পড়েন। উপস্থিত এক যুবককে তিনি মারতে উদ্যত হন। পরে অভিযুক্ত যুবক দোকানদারের কাছে ক্ষমা চায়। এরপর তিনি একজনকে দিয়ে তালা কিনে আনেন। পুলিস ওই ক্লাবের দু’টি দরজায় তালা ঝুলিয়ে দেয়। অভিযুক্ত যুবককে সতর্ক করে ছেড়ে দেন বিধায়ক। যদিও এদিন টাকা চাওয়ার কথা অস্বীকার করে কৌশিক। তার বক্তব্য, কেন আমার নামে এমন অভিযোগ করা হয়েছে, বুঝতে পারছি না। আমি টাকা চাইনি। অসিত মজুমদার বলেন, আমার বিধানসভা এলাকায় কোনও তোলাবাজি বরদাস্ত করব না।

23rd     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ