বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

২৮ ও ২৯ সেপ্টেম্বর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বঙ্গোপসাগরে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহের শেষদিকে ২৮-২৯ সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। বর্ষার শেষলগ্নে আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটি নিয়ে আবহাওয়াবিদরা কিছুটা উদ্বিগ্ন। কারণ এইসময় বঙ্গোপসাগরের ওই জায়গায়  কোনও নিম্নচাপ তৈরি হলে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অক্টোবর ও নভেম্বর এই দুটি মাস ঘূর্ণিঝড়প্রবণ হিসেবে চিহ্নিত। যেহেতু সেপ্টেম্বর মাসের একেবারে শেষে নিম্নচাপটি তৈরি হচ্ছে, তা‌ই এটির শক্তিবৃদ্ধি প্রক্রিয়া চলার সময় অক্টোবর চলে আসবে। তুলনামূলকভাবে কম হলেও সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার নজির অতীতে আছে। 
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস শুক্রবার বলেন, নিম্নচাপটি শক্তি বাড়িয়ে কী অবস্থায় পৌঁছবে তা বলার মতো সময় এখনও আসেনি। এটি উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর শক্তি কতটা বাড়াবে এবং গতিপথ কোনদিকে হবে—সেটা এখনই নিশ্চিতভাবে জানা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, যে এলাকায় নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেখানে শক্তিবৃদ্ধি করার প্রবণতা থাকে। 
কয়েকদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত হিসেবে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। তবু আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।
আবহাওয়া অধিকর্তা জানান, ঘূর্ণাবর্তটি দূরে সরে গেলেও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে রাজ্যজুড়ে বৃষ্টির মেঘ সৃষ্টি করছে। শুক্রবার সকাল থেকে কলকাতায় এবং বিভিন্ন জেলায় আকাশ মেঘলা ছিল। বৃষ্টিও হয়েছে মাঝে মাঝে। শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে কলকাতায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কমবেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গেরও প্রায় সর্বত্র। আজ শনিবারও পরিস্থিতি এরকম থাকতে পারে। সোমবারের পর দক্ষিণবঙ্গে এবং রবিবারের পর উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। 

23rd     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ