বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ডাস্টবিন থেকে উদ্ধার ছ’টি আধার কার্ড

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাতসকালে ডাস্টবিন থেকে ছ’টি আধার কার্ড উদ্ধার। অশোকনগর পুরসভার গোলবাজারের ঘটনা। পুলিস এসে আধার কার্ডগুলি উদ্ধার করেছে। কীভাবে সেগুলি এই জায়গায় এল, তা খতিয়ে দেখছে তারা। 
অশোকনগর পুরসভার গোলবাজার সংলগ্ন এলাকায় রাস্তার ধারেই রয়েছে একটি ভ্যাট। সেখানেই বুধবার জঞ্জাল সাফাইয়ের কয়েকজন কর্মী কাজ করছিলেন। সে সময় ভ্যাটে বেশ কয়েকটি আধার কার্ড পড়ে থাকতে দেখতে পান তাঁরা। সেকথা জানানো হয় গোলবাজার ব্যবসায়ী সমিতিকে। পুলিস এসে সেগুলি উদ্ধার করে। গোলবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক গুপি মজুমদার বলেন, আধার কার্ড এখন খুবই গুরুত্বপূর্ণ। এখন আবার এই কার্ড থেকে প্রতারণাও ঘটছে। হঠাৎ এদিন সকালে ছ’টি আধার কার্ড ডাস্টবিনে পড়ে থাকতে দেখে আমরা অবাক। কে, কেন এমন কাজ করল, সেটা পুলিস দ্রুত খুঁজে বের করুক। 
অশোকনগর থানার পুলিস জানিয়েছে, ছ’টি আধার কার্ড উদ্ধার হয়েছে। পাঁচটি আধার কার্ডের ঠিকানা অশোকনগর, বাকি একটির নদীয়ায়। কার্ডগুলি আসল না নকল, তা খতিয়ে দেখা হচ্ছে।

21st     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ