বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বান্ধবী মেস ছেড়ে দিতেই আত্মঘাতী তরুণী, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই ছাত্রী একইসঙ্গে থাকতেন পিকনিক গার্ডেনের মেসে। গত ৯ সেপ্টেম্বর মেস ছাড়েন বান্ধবী। ঠিক তার ১১ দিনের মাথায় সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন অপর ছাত্রীটি। নোটে লেখা, ‘একাকিত্ব সহ্য করতে পারছি না।’ 
বুধবার তিলজলা থানা এলাকার ওই মেস থেকে উদ্ধার হল আত্মঘাতী ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম ইপ্সিতা ঘোষ (১৮)। নদীয়ার নবদ্বীপের বাসিন্দা তিনি। পড়াশোনার জন্য শহরে এসে মেসে থাকতেন ওই তরুণী। তিনি ডাক্তারি পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শহরের একটি নামী বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করছিলেন তিনি। মেডিক্যাল নিয়ে পড়াশোনার ইচ্ছা ছিল তাঁর। তাই উচ্চ মাধ্যমিক পাশ করেই নদীয়া থেকে কলকাতায় চলে আসেন ওই ছাত্রী। মেডিক্যাল কলেজে পড়ার ইচ্ছা ছিল তাঁর। পুলিস জানিয়েছে, প্রিয়াঙ্কা নামে এক রুমমেট ছিল ইপ্সিতার। দু’জনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব ছিল। দু’জনে মাঝেমধ্যে ঘুরতেও যেতেন। চলতি মাসে মেস ছেড়ে অন্যত্র চলে যান প্রিয়াঙ্কা। এরপর থেকে বেশ কিছুটা চুপচাপ হয়ে গিয়েছিলেন ইপ্সিতা। ওই মেস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিস জানতে পেরেছে, অত্যন্ত কম কথা বলতেন ছাত্রী। মঙ্গলবার তিনি মেসেই ছিলেন। এদিন সকালের জলখাবার নেননি ইপ্সিতা। তাতেই সন্দেহ হয় মেস কর্তৃপক্ষের। তাঁরা দেখেন ঘরের দরজা বন্ধ। পুলিসকে তাঁরা  জানিয়েছেন, অনেক ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। ঘরের দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যান থেকে ঝুলছেন ছাত্রী। খবর যায় পুলিসে। ঘটনাস্থলে যায় তিলজলা থানার পুলিস। ওই ঘর থেকেই একটি ছেঁড়া পাতায় লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিস। দেহটি উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে কলকাতায় এসে পৌঁছেছেন মৃতার পরিবার। যদিও শুধু বান্ধবী চলে যেতেই আত্মহত্যা? নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে? তাও খতিয়ে দেখছে পুলিস। লালবাজার জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। খবর লেখা পর্যন্ত মৃতার পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েনি।

21st     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ