বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

‘মেয়েটা মরে গেলে তোর জেল হয়ে যাবে’, বাবার পরামর্শেই কি পলাতক সুবীর?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির সদর দরজায় ধাক্কা দিতে দিতে দাউ দাউ করে জ্বলছেন গৃহবধূ পিঙ্কি পান্ডে। মহিলার সঙ্গে যে ছেলে সুবীর বিশ্বাসের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তা জানতেন বাবা। তা সত্ত্বেও অগ্নিদগ্ধ যুবতীকে বাঁচানোর চেষ্টা করেননি পরিবারের কেউ। পুলিস দগ্ধ পিঙ্কিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরই বাড়িতে শুরু হয় তুমুল অশান্তি। চলে চিৎকার, চাপানউতোর। যুবতী হাসপাতালে মারা গেলে কী হবে, সেটাই ছিল পরিবারের আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বকর্মা পুজোর রাতে যুবতীর আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত সুবীরের প্রতিবেশীরা এমনটাই জানিয়েছেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, পুলিস পিঙ্কিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরই সুবীরকে তার বাবা চিৎকার করে শাসাতে থাকে। ৫০৫ নম্বর ব্যানার্জিপাড়ার বাসিন্দা ওই পরিবার। ঠিক তার পাশের বাড়িতেই থাকেন অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওইদিন রাতেই সুবীরের বাবাকে চিৎকার করতে শোনা যায়, ‘মেয়েটি আমাদের বাড়ির ভিতরেই গায়ে আগুন দিয়েছে। হাসপাতালে মেয়েটি মারা গেলে তোর তো জেল হয়ে যাবে!’ রাত ১০টা নাগাদ সেই চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রতিবেশী বলেন, মেয়েটিকে জ্বলতে দেখে আমিই জল দিয়ে আগুন নেভাই। বীভৎস সেই দৃশ্য। তারপরই শুরু হয় বাড়িতে ছেলে, মা ও বাবার মধ্যে চিৎকার করে কথা কাটাকাটি।  পুলিস সূত্রে খবর, যুবতীকে ঘটনাস্থল থেকে উদ্ধারের সময় কিছুই জানা যায়নি। যুগলের বিবাহ বহির্ভূত সম্পর্ক, ঘনিষ্ঠ ছবি ভাইরাল করা নিয়ে হুমকি এবং তার জেরে প্রেমিকের বাড়িতে আত্মহত্যার ঘটনা, সবটাই রাত সাড়ে তিনটে নাগাদ পিঙ্কির মৃত্যুকালীন জবানবন্দিতে জানতে পারেন তদন্তকারী অফিসার। সঙ্গে সঙ্গে ব্যানার্জিপাড়ায় ফের হানা দেয় পুলিস। 
রাত ১০টা থেকে রাত তিনটে, প্রায় পাঁচঘণ্টা সময় পায় সুবীর। সেই সুযোগে সে বাড়ি থেকে পালিয়ে যায়।  তদন্তকারীদের অনুমান, পরিবারের পরামর্শেই চম্পট দিয়েছে অভিযুক্ত। পুলিসের সন্দেহ, ঘটনার গুরুত্ব বুঝে বাবাই ছেলেকে পালানোর পরামর্শ দিয়েছেন। এপ্রসঙ্গে সুবীরের বাবার সঙ্গে কথা বলতে বাড়ি গেলে, তিনি দরজা খোলেননি। 
পুলিস জানিয়েছে, উর্দিধারীদের নজর এড়াতে বাড়িতেই ফোন রেখে পালিয়েছে যুবক, যাতে লোকেশন ট্র্যাক করে তার সন্ধান পুলিস না পেতে পারে। যুবকের এটিএম কার্ডের সন্ধান করে পুলিস। পুলিসের কাছে সুবীরের পরিবারের দাবি, অভিযুক্ত নাইট পার্কিংয়ের সুপারভাইজার। ‘কাজে যাচ্ছি’ বলেই বের হয়। কোথায় গিয়েছে, তাদের জানা নেই। তবে পরিবারের এই বক্তব্য তদন্তকারীরা বিশ্বাস করছেন না। 

21st     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ