বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

আবর্জনা ফেলা নিয়ে বচসায় বাবার আগ্নেয়াস্ত্র থেকে গুলি, ধৃত প্রাক্তন সিবিআই অফিসারের ছেলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তায় নোংরা ফেলা নিয়ে তর্কাতর্কি  গড়াল অশান্তির দিকে। তার জেরে চলল গুলি। কসবার স্থানীয় একটি ক্লাবের সদস্যরা ময়লা ফেলার প্রতিবাদ করেছিলেন। অভিযোগ, সেই কারণেই ক্লাব সদস্যদের লক্ষ্য করে প্রতিবেশী এক যুবক গুলি চালিয়ে দেয়। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কসবার বৈকুন্ঠ ঘোষ রোডে। অভিযুক্ত যুবক সৌমিত মণ্ডলকে গ্রেপ্তার করেছে কসবা থানা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে লাইসেন্সপ্রাপ্ত একটি নাইন এমএম পিস্তল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌমিত ওই ক্লাবের পাশেই একটি ফ্ল্যাটে থাকেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ক্লিনিং ভ্যানের পরিবর্তে রাস্তায় ময়লা ফেলেন তাঁরা। তাই নিয়ে বেশ কয়েকবার প্রতিবাদও করেন এলাকার বাসিন্দারা। কিন্তু তাতে কান দেননি সৌমিত। পুলিস পাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেনেছে, মঙ্গলবার রাতে ওই একই জায়গায় আবার ময়লা ফেলেন অভিযুক্ত। ওই ফ্ল্যাটের পাশে থাকা ক্লাবের সদস্যরা তাই দেখে বাইরে বেরিয়ে আসেন। তাঁরা বলেন, রাস্তার বদলে ক্লিনিং ভ্যানে ময়লা ফেলতে। এরপরই ক্লাবের লোকজনের সঙ্গে  তর্ক জুড়ে দেন সৌমিত। তিনি বলতে থাকেন, এখানেই ময়লা ফেলবেন। এর প্রতিবাদ করেন ক্লাবের সদস্যরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। আচমকাই সৌমিত নিজের ফ্ল্যাটে চলে যান। সেখান থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে ক্লাবের সদস্যদের লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। অল্পের জন্য গুলি কারও গায়ে লাগেনি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এর মাঝেই পালিয়ে যান অভিযুক্ত যুবক। এলাকার বাসিন্দারা থানায় ফোন করে বিষয়টি জানালে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। তারা ঘটনাস্থল থেকে দু’টি কার্তুজ উদ্ধার করে। সেখান থেকে পুলিস নিশ্চিত হয়, গুলি চলেছে। কিন্তু ফ্ল্যাটে গিয়ে সৌমিতকে পাওয়া যায়নি। রাত থেকেই ওই ফ্ল্যাটটিকে ঘিরে রাখেন স্থানীয়রা। সকালে সৌমিত বাড়িতে আসামাত্রই এলাকার বাসিন্দারা পুলিসে খবর দেন। অফিসাররা এসে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রটি। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
তদন্তে নেমে পুলিস জেনেছে, অভিযুক্ত যুবকের বাবা সিবিআইয়ের প্রাক্তন অফিসার। তাঁর নামেই আর্মসের লাইসেন্সটি রয়েছে। মঙ্গলবার রাতে ওই আগ্নেয়াস্ত্রটি বাবার কাছেই ছিল। অভিযোগ, সেটি তাঁর কাছ থেকে জোর করে নিয়ে এসে গুলি চালান যুবক। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে কি না, সেটি দেখা হচ্ছে। একই সঙ্গে লাইসেন্সটি বাতিল করা হচ্ছে বলে খবর। স্থানীয়রা পুলিসকে জানিয়েছেন, ওই যুবকের গাড়িতে ‘পুলিস’ ও ‘প্রেস’ স্টিকার লাগানো ছিল। কোথাও তিনি নিজেকে ‘পুলিস’, আবার কোথাও ‘প্রেসের লোক’ বলে পরিচয় দিতেন। এই বলে বিভিন্ন লোককে ভয় দেখিয়ে তোলাবাজি করতেন বলে এলাকাবাসীর বক্তব্য। কেন তিনি এই দু’টি স্টিকার ব্যবহার করতেন, তাই নিয়ে তাঁকে জেরা করবেন তদন্তকারীরা।

21st     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ