বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

উচ্ছেদের হাত থেকে বাঁচতে মমতার হস্তক্ষেপের আবেদন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন জায়গায় কেন্দ্রের জমিতে দীর্ঘদিন ধরে যাঁরা বসবাস করছেন, তাঁদের উচ্ছেদের নোটিস পাঠানো শুরু হয়েছে। কোথাও কোথাও উচ্ছেদ প্রক্রিয়া শুরু হতেই সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে শ’য়ে শ’য়ে আবেদন আসতে শুরু করেছে নবান্নে। সূত্রের খবর, মাত্র দু’মাসে প্রায় ৮০০ জন তাঁদের ভিটেমাটি বাঁচাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে ফোন করে তাঁরা এ ব্যাপারে সহায়তার আবেদন করেছেন।
জুন মাসে চালু হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র হেল্পলাইন। এখানে ফোন করে রাজ্যের সাধারণ মানুষ তাঁদের অভাব-অভিযোগের কথা জানাতে পারেন মুখ্যমন্ত্রীর দপ্তরকে। সেই ফোনে নদীয়া, বর্ধমান, খড়্গপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা থেকে রাজ্যের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন শতাধিক মানুষ। তাঁদের বক্তব্য, ৪০-৫০ বছর ধরে এক জায়গায় বসবাসের পরও এভাবে উচ্ছেদের মুখে পড়তে হচ্ছে। অধিকাংশের পরিবারেই বৃদ্ধ, বৃদ্ধা এবং শিশু রয়েছে। আচমকা এভাবে উৎখাত করলে তারা সকলেই গৃহহীন হয়ে পড়বে।  কেন্দ্রীয় মন্ত্রক এবং সংস্থার জমিতে বসবাসকারীদের উচ্ছেদের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন মমতা। প্রকাশ্য জনসভা থেকেও তিনি এর বিরুদ্ধে বসবাসকারীদের আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তাই প্রশাসনিক মহল মনে করছে, এই ৮০০ আবেদনকারীর পাশেও তিনি দাঁড়াবেন। সেই আশাতেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে যোগাযোগ করেছেন এত মানুষ। 
প্রসঙ্গত, এই হেল্পলাইন নম্বরে কোনও অভিযোগ বা সাহায্যের আবেদন এলে তা দ্রুততার সঙ্গে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এখনও পর্যন্ত ১ লক্ষ ৪২ হাজার ৬১৬টি অভিযোগের মধ্যে ৮৪ শতাংশের নিষ্পত্তি সম্ভব হয়েছে বলে খবর। বাকিগুলির এখনও নিষ্পত্তি সম্ভব হয়নি কেন? এক আধিকারিক জানান, নিষ্পত্তি না হওয়া অভিযোগগুলি বেশিরভাগ ক্ষেত্রে পাসপোর্ট, আধারের মতো কেন্দ্রের কাজকর্মের সঙ্গে জড়িত। কিছু ক্ষেত্রে আগামী দিনে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের শীর্ষমহল। কেন্দ্রের জমি থেকে বসবাসকারীদের উচ্ছেদের বিষয়টি স্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে গত তিন মাসে মোট ৫ লক্ষ ৪১ হাজার ১০৬টি ফোন এসেছে। এর মধ্যে ১.৪২ লক্ষ অভিযোগ। বাকি চার লক্ষ ফোনে মূলত বিভিন্ন পরামর্শ এবং প্রস্তাব দিয়েছেন নাগরিকরা। 

21st     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ