বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হুল্লোড়ে খামতি নেই, বিশ্বকর্মা পুজোর বাজেট কিন্তু মাত্র ১০ হাজার

সংবাদদাতা, রাজারহাট: পুজো হচ্ছে ধুমধাম করে। আনন্দের কোনও খামতি নেই। নাচাগানা, প্রসাদ-পানীয়ে বিশ্বকর্মা পুজোয় সর্বত্র জমজমাট আনন্দ। তবে পুজোর বাজেট কিন্তু ১০ হাজার। রাজারহাটের একাধিক পুজো উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, কারওরই বাজেট ১০ হাজার ছাড়ায়নি। অনাড়ম্বর মণ্ডপ। মূর্তির আকার ছোট বা মাঝারি মাপের করে বাজেট চেপেচুপে পুজো করেন উদ্যোক্তারা। দুর্গা বা কালী বা গণেশপুজোয় পর্যন্ত বাজেটও এখন লক্ষ ছাড়িয়ে কোটিতে গিয়ে পৌঁছেছে। কিন্তু বিশ্বকর্মা পুজোর বাজেট কিছুতেই বাড়ে না।
রাজারহাটের বাস, ট্যাক্সি, অটো, টোটো, রিক্সা ইত্যাদি স্ট্যান্ডগুলিতে ধুমধাম করে পালন হয়েছে বিশ্বকর্মা পুজো। রাজারহাট পঞ্চায়েত সূত্রে খবর, গ্রামীণ রাজারহাটের চাঁদপুর, পাথরঘাটা, বিষ্ণুপুর ইত্যাদি এলাকায় ছোট ও মাঝারি আকারের ৫০টিরও বেশি স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো হয়েছে। সোমবার প্যান্ডেল ঘুরে একাধিক উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, খাওয়া-দাওয়া, ঠাকুর কেনা, পুরোহিত ইত্যাদি খরচ সমেত প্যান্ডেলের খরচ ১০ হাজারের খুব একটা বেশি হয়নি। শিখরপুর অটো স্ট্যান্ডের নেতারা জানান, তাঁদের প্যান্ডেলের খরচ সাড়ে তিন হাজার টাকা। রাজারহাট কাঠগোলায় ২১১ বাস স্ট্যান্ডে বিশ্বকর্মা ঠাকুরের এক চালার প্যান্ডেল তৈরিতে খরচ পড়েছে পাঁচ হাজার টাকা। এই বাস স্ট্যান্ড থেকে মাইল খানেক দূরে রেকজোয়ানি-নবাবপুর অটো স্ট্যান্ড। সেখানে রাস্তার পাশে ছোট আকারের প্যান্ডেল হয়েছে। তৈরিতে খরচ প্রায় পাঁচ হাজার টাকা। ২১১ বাস স্ট্যান্ড কমিটির এক সদস্য গৌতম মণ্ডল জানিয়েছেন, ‘বাইরের কোনও সাহায্য ছাড়াই বিশ্বকর্মা পুজো হয়। পুজোর জন্য বছরভর বাস মালিকরা টাকা জমা করেন কমিটির কাছে। সেই টাকায় পুজো হয়।’ মনিরুল মোল্লা নামে রাজারহাটের এক ডেকরেটর জানান, ‘১২টি প্যান্ডেল তৈরির বরাত পেয়েছিলাম। প্যান্ডেলের বাজেট দুই থেকে ১০ হাজার টাকা।’ চিনার পার্ক থেকে রাজারহাট অটো রুটের নেতা সুবীর মণ্ডল জানান, ‘১২০ জনের খাওয়া খরচ বাদে প্যান্ডেল তৈরির জন্য কমিটির প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে’।

19th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ