বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বিশ্বকর্মা পুজোর দিন স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই বন্ধু

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: উৎসবের দিনে অঘটন। খেলার পর গঙ্গায় স্নান করতে নেমেছিল তিন বন্ধু। কিন্তু স্রোতের টানে তলিয়ে যেতে শুরু করে তিনজনেই। কোনওক্রমে একজনকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু বাকি দু’জন তলিয়ে যায়। সোমবার সন্ধ্যা পর্যন্ত গঙ্গায় তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি তাঁদের।ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার রাজগঞ্জ গঙ্গারঘাটে। এদিন স্থানীয় একটি মাঠে খেলাধুলা করছিল ওই তিন কিশোর বন্ধু। দুপুর নাগাদ খেলা শেষ করে তারা গঙ্গায় স্নান করতে নামে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গঙ্গার ঢেউয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। ওই তিন বন্ধুর নাম দেবাংশু সিং, সুমিত সিং ও বিবেক সিং (নাম পরিবর্তিত)। তলিয়ে যাওয়ার ঘটানটি নজরে আসে এক মাঝির। তাঁর উদ্যোগেই বিবেক সিংকে তুলে আনা হয় জল থেকে। কিন্তু বাকি দু’জনের তলিয়ে যাওয়া ঠেকাতে পারেননি তাঁরা। স্থানীয়রা তখন তড়িঘড়ি খবর দেন সাঁকরাইল থানায়। পুলিস ও বিপর্যয় মোকাবিলা টিম ঘটনাস্থলে আসে। শুরু হয় তল্লাশি অভিযান। প্রথমে নৌকায় এবং তারপর ডুবুরি নামিয়ে ওই দুই বন্ধুর খোঁজ চালানো হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত রাজগঞ্জ ঘাট সংলগ্ন গঙ্গায় তোলপাড় করে ফেলা হলেও নিখোঁজ দু’জনের সন্ধান মেলেনি। 
যে মাঝি এক কিশোরকে উদ্ধার করেছেন তাঁর নাম সঞ্জয় ঘোষ। তিনি বলেন, আমি দেখে বুঝতে পারি ওরা তলিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিই। কিছুটা সাঁতার কেটে গিয়ে একজনকে উদ্ধারও করতে পেরেছি। কিন্তু বাকি দু’জন তলিয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের তুলতে পারলাম না।  বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুমিতকুমার চৌধুরী বলেন, দুঃখজনক ঘটনা। তল্লাশি অভিযান চলাকালীন হঠাৎ জোয়ার এসে যায়। ফলে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি বন্ধ রাখতে হয়। স্থানীয় বাণীপুর দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ মণ্ডল বলেন, কলকাতা থেকে ডুবুরি এনে দু’জনের খোঁজ চালাচ্ছে পুলিস।
নিখোঁজদের সন্ধানে নামছে ডুবুরি। -নিজস্ব চিত্র

19th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ