বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বারাকপুরে ৫ টাকায় ‘খেলা হবে’ ঘুড়ি, চীনা মাঞ্জার ছড়াছড়ি

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পাঁচ টাকায় ‘খেলা হবে’ ঘুড়ি। রমরমিয়ে বিক্রি হল খড়দহের পিকে বিশ্বাস রোডে। একইসঙ্গে চাহিদা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ে ছবি দেওয়া ঘুড়িরও। এছাড়া স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষ্যে তৈরি করা ঘুড়িও কিনেছেন বহু মানুষ। তবে সবথেকে বেশি বিক্রি হয়েছে প্রিন্টেড ঘুড়ি। লুকিয়ে চীনা মাঞ্জার সুতো দেদার বিক্রি হল ১৮০ টাকায়। এমনি মাঞ্জার দাম ছিল ১২০ টাকা। বিশ্বকর্মা পুজো মানে আকাশে নানারকম ঘুড়ির মেলা। পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা-নানারকমের ঘুড়ির মেলা দেখা যায় বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই।
খড়দহ পিকে বিশ্বাস রোড বিখ্যাত এই ঘুড়ির বাজারের জন্য। সকাল থেকে ঘুড়ি কেনার তোড়জোর এবং ভিড় দেখা গিয়েছে গলিতে। এই রাস্তাতে প্রায় আশিটি ঘুড়ির দোকান রয়েছে। হায়দর আলি নামে এক বিক্রেতা বলেন, ‘খেলা হবে ঘুড়ি বিক্রি হয়েছে বেশ। মুখ্যমন্ত্রীর ছবি সহ অন্যান্য প্রিন্টেড ঘুড়িও বিক্রি হয়েছে। ২৪ থেকে ২৭ ইঞ্চির ঘুড়ি তৈরি হয়। ওয়েদার খারাপ থাকায় বিক্রি কিছুটা কমেছে। সবাই চীনা মাঞ্জার সুতো চান। আবার পুলিস চীনা মাঞ্জা দেখলেই বাজেয়াপ্ত করে। কি মুশকিল।’ এখন মোবা‌ই঩লের জন্য ঘুড়ির প্রতি আকর্ষণ কমে গিয়েছে বলে মনে করেন ঘুড়ি ব্যবসায়ী অমিত কৈরি। তাঁর মতে, নতুন প্রজন্মের ঘুড়ির প্রতি আগ্রহ কমেছে। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো সবার প্রিয় ছিল একসময়।

19th     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ