বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মেডিক্যালে প্রবীণদের জন্য ফিজিওথেরাপি ইউনিট চালু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল বয়স্কদের জন্য ফিজিওথেরাপি ইউনিট। সুপারস্পেশালিটি ভবনের একতলায় বয়স্কদের জেরিয়াট্রিক আউটডোরে চালু হল এই ইউনিট। ১৪ ধরনের আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চিকিৎসা হবে এখানে। 
হাসপাতাল সূত্রে খবর, ভবিষ্যতে বয়স্কদের চিকিৎসায় ফিজিওথেরাপি ইউনিট থাকবে ইনডোর, আউটডোর দুই জায়গাতেই। ইতিমধ্যেই চালু হওয়া ‌ইনডোর ইউনিটে চিকিৎসার জন্য আরও যন্ত্র আসতে চলেছে, জানিয়েছেন সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ অঞ্জন অধিকারী। যে ১৪ ধরনের যন্ত্রের মাধ্যমে চিকিৎসা হবে সেগুলি হল, ইলেকট্রোথেরাপি, জিমনেশিয়াম, সারভাইক্যাল ট্র্যাকশন, শোল্ডার পুলি, প্যারালাল বার, শোল্ডার হুইল, শর্ট ওয়েভ ডায়াথার্মি, হ্যান্ড এক্সারসাইজ প্যাডেল, মাসল স্টিম্যুলেটর, কনটিন্যুয়াস প্যাসিভ মুভমেন্ট ইউনিট, লেজার থেরাপি ইউনিট, ট্রান্স ইলেকট্রিক্যাল নার্ভ, কোয়াড্রিসেপস চেয়ার এবং অটো ইলেকট্রিক্যাল পেলভিক ট্রাকশন। এদিন আউটডোরের ইউনিটটির উদ্বোধন করেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়। 

10th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ