বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

জলেশ্বর মন্দিরে যাবেন অভিষেক, তৈরি 
থাকবে ফুল ফলে সাজানো বিশেষ ডালা

সংবাদদাতা, বনগাঁ: আজ, শনিবার নবজোয়ার কর্মসূচিতে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্লকের একাধিক জায়গায় জনসংযোগ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বিকেলে গাইঘাটার হাঁসপুরে যাবেন অভিষেক। সেখানে জনসংযোগ করবেন। তারপর যাবেন জলেশ্বর মন্দিরে। অভিষেক ওই মন্দিরে পুজো দেবেন কি না, তা অবশ্য পরিষ্কার নয়। তবে মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর জন্য ডাবসহ পাঁচরকম ফল এবং আকন্দের মালায় সাজিয়ে রাখা হবে বিশেষ ডালা। নবজোয়ার ঘিরে সেজে উঠেছে গোটা এলাকা। দলীয় পতাকা ও ফ্লেক্স-ফেস্টুনে। জলেশ্বর মন্দির চত্বরও পেয়েছে একই সাজ। 
এদিন গাইঘাটা মোড় ও চাঁদপাড়া বাজারেও জনসংযোগ করবেন অভিষেক। শেষে রামচন্দ্রপুর পল্লিমঙ্গল বিদ্যাপীঠে রাত্রিযাপন করবেন। পরদিন বিকেলে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। বৃহস্পতিবার নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে গাইঘাটায় তৃণমূলের এই জনসংযোগ কর্মসূচি খুবই তাৎপর্যপূর্ণ। মনে করছে রাজনৈতিক মহল। গত লোকসভা ভোটে বিজেপি বনগাঁ কেন্দ্রে জিতেছিল। বিধানসভা ভোটেও বনগাঁ উত্তর ও দক্ষিণ, গাইঘাটা এবং বাগদায় বিজেপি জয়ী হয়। যদিও পরে বাগদার বিধায়ক তৃণমূলে যোগ দেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই কর্মসূচি তৃণমূলের নেতা-কর্মীদের মনোবল বাড়াবে। 
গাইঘাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি। নিজস্ব চিত্র 

10th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ