বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

পঞ্চায়েত ভোট: মনোনয়নে এগিয়ে
তৃণমূল, খাতাই খুলল না বিজেপির
দঃ ২৪ পরগনা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ পরগনা: প্রথম দিনই সর্বাধিক মনোনয়ন জমা দিল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর শুক্রবার মনোনয়ন জমা শুরু হয়। জেলায় ১২৫টির মতো মনোনয়ন জমা পড়ে। তার মধ্যে ৮৬টিই ঘাসফুল শিবিরের। সিপিএম এবং কংগ্রেস কয়েকটি বুথে তা জমা দিলেও, বিজেপি এদিন খাতাই খুলতে পারেনি। তবে প্রথম দিন বেশ কয়েকটি ব্লকে বিতর্কও দেখা দেয়। যেমন ডায়মন্ডহারবার ১ ব্লকে পরিকাঠামোর অভাবে মনোনায়ন জমা নেওয়া যায়নি। বারুইপুরে সময়ের অনেক পরে তা শুরু হয়। জেলা সূত্রে জানা গিয়েছে, এদিন গোসাবায় সর্বাধিক মনোনয়ন জমা পড়েছে। এই ব্লকে মোট ৮৩টি আবেদন পড়ে। গ্রাম পঞ্চায়েতে ৮০ এবং পঞ্চায়েত সমিতিতে তিনজন ফর্ম জমা দিয়েছেন। বাসন্তীতে গ্রাম পঞ্চায়েতের জন্য তিনটি মনোনয়ন জমা পড়েছে। তার মধ্যে দু’টি তৃণমূল এবং একটি সিপিএমের। এদিকে, ডায়মন্ডহারবার মহকুমায় মনোনয়ন জমা দেওয়ায় এগিয়ে বাম-কংগ্রেস। কুলপি এবং মগরাহাট ১ ব্লকে এই দুই দলের তরফে মোট ৩১টি মনোনয়ন জমা পড়েছে। তার মধ্যে সিপিএমের সংখ্যা বেশি বলে জানা গিয়েছে। এছাড়াও পঞ্চায়েত সমিতিতে দু’জন বাম এবং একজন কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা করেছেন।
বারুইপুর মহকুমার জয়নগর ১ এবং বারুইপুর ব্লকে যথাক্রমে তিন এবং দু’টি করে মনোনয়ন জমা পড়েছে। জয়নগর ১ ব্লকের হরিনারায়ণপুর পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান এবারও মনোনয়ন দিয়েছেন। এদিকে, এদিন মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলি। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী বলেন, এদিন বেলা ১২টা পর্যন্ত জেলার বেশিরভাগ ব্লকে নির্বাচন সংক্রান্ত কোনও কাগজপত্র পৌঁছয়নি। বিজেপি’র ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি সুফল ঘাঁটুর বক্তব্য, এদিন প্রায় সব ব্লকই অপ্রস্তুত অবস্থায় ছিল।  

10th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ