বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নিখোঁজে হওয়ার ২২ দিন পর কুলতলিতে
মাটি খুঁড়ে উদ্ধার ব্যবসায়ীর ছেলের দেহ
টাকা ও সম্পত্তি হাতাতেই খুন বলে অনুমান পুলিসের

সংবাদদাতা, বারুইপুর: ২২ দিন পর ফলের বাগানের মাটি খুঁড়ে উদ্ধার হল কুলতলির ইমারতি ব্যবসায়ীর ছেলের মৃতদেহ। গত ১৭ মে থেকে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী পুত্র বিজয়কৃষ্ণ কয়াল (৩৪)। ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে তাঁর বাড়িতে ফোন এসেছিল। বৃহস্পতিবার বিকেলে জালাবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের পালের চক এলাকায় উদ্ধার হয় দেহটি। ওই ব্যবসায়ীর সম্পত্তি ও টাকা হাতাতেই এই খুন বলে অনুমান তদন্তকারীদের। তবে এর পিছনে মৃত বিজয়কৃষ্ণ কয়ালের ভাই অজয় কয়ালের ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত সুপার পার্থ ঘোষ বলেন, এই ঘটনায় তন্ময় মণ্ডল বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ফোন থেকেই মুক্তিপণ চাওয়া হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই বিজয়কৃষ্ণের দেহের সন্ধান মেলে। কুলতলির জামতলা বাজারে বিজয়কৃষ্ণের বাবা শ্যামাপদ কয়ালের ইমারতি সামগ্রীর দোকান। ১৭ মে বিজয়কৃষ্ণ বাবার দোকানে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে কাউকে না জানিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। এরমধ্যেই মুক্তিপণের ৫০ লক্ষ টাকা দেওয়ার জন্য ফোন পান বাবা শ্যামাপদ। পুলিসকে জানালে ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ১৮ মে অপহরণের অভিযোগ দায়ের হয়।
এদিন সকালে অটোচালক তন্ময়কে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিস। পালের চক গ্রামে তার জমি খুঁড়ে বিজয়ের দেহ পায় পুলিস। কয়েক ফুট গর্ত খুঁড়ে দেহটি পুঁতে দেওয়া হয়েছিল। পুলিস জানিয়েছে, বিজয়ের বাড়িতে তন্ময়ের যাতায়াত ছিল। সম্পত্তির ব্যাপারেও সব জানত সে। তাই সম্ভবত ডেকে নিয়ে গিয়ে খুন করেছে বিজয়কে। সূত্রের খবর, বিজয়কৃষ্ণর সঙ্গে তাঁর ভাই অজয়ের বনিবনা ছিল না। তিনি আলাদা থাকেন। বিজয় সেইদিনই কাউকে না জানিয়ে অজয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। খুনের ঘটনায় এই তথ্যও ভাবাচ্ছে পুলিসকে। a

9th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ