বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সুন্দরবনে এবার মধু উৎপাদনে
রেকর্ড, আয় বৃদ্ধি মৌলিদের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: হয়নি ঘূর্ণিঝড়, মিলেছে অনুকূল পরিবেশ। ফলে এবার সুন্দরবনে রেকর্ড পরিমাণ মধু উৎপাদন হয়েছে। কৃত্রিম পরিবেশে তৈরি এবং জঙ্গল থেকে সংগৃহীত মধুর হিসেব করে দেখা যাচ্ছে, এবারে অন্তত ৭০ হাজার কেজি মধু হয়েছে। এটা বিগত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি বলে মনে করছেন বন আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, কৃত্রিম পরিবেশে বাক্সের মাধ্যমে উৎপাদন হয়েছে ৩০ হাজার কেজির বেশি মধু। এছাড়া মৌলিরা জঙ্গল থেকে সংগ্রহ করে এনেছেন প্রায় ৪০ হাজার কেজি। তাতে এবারে আয় বেড়েছে তাঁদেরও। দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বন বিভাগে (ডিএফও) এবার ২০০০ এমন বাক্স (বি বক্স) বসানো হয়েছিল বিভিন্ন স্থানে। যেমন ঝড়খালির বনি ক্যাম্প, রামগঙ্গা রেঞ্জের চুলকাঠি ও কলস ইত্যাদি এলাকায়। এর সঙ্গে যুক্ত ছিলেন প্রায় এক হাজারের মতো মানুষ। কয়েক মাস বাক্স বসানোর পর সম্প্রতি তা তুলে নিয়ে মধু বের করা হয়েছে। যেমন রায়দিঘি রেঞ্জে ৯০০ বাক্সে উৎপাদিত হয়েছে ২০ হাজার ৫০০ কেজি মধু। 
দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ (ডিএফও) ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প (এসটিআর) এলাকায় জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করেছেন ৭০০-র বেশি মৌলি। ডিএফও বিভাগের রামগঙ্গা, মাতলা এবং রায়দিঘি রেঞ্জ থেকে এবার যথাক্রমে ৭০০০ কেজি, ৪০০০ কেজি এবং ৬৬০০ কেজি মধু সংগ্রহ করে এনেছেন মৌলিরা। অন্যদিকে, এসটিআর অঞ্চল থেকে মিলেছে প্রায় ২২ হাজার কেজি মধু। গতবার জঙ্গল থেকে মধু সংগ্রহের পরিমাণ অনেকটাই কম ছিল। যেমন ডিএফও বিভাগে মাত্র চার হাজার কেজি মধু মিলেছিল। এবার অনুকূল পরিবেশ থাকার জন্য পশ্চিমবঙ্গ ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের দেওয়া লক্ষ্যমাত্রা অনায়াসে টপকে গিয়েছে সুন্দরবন। তাছাড়া এবারে মধুর ক্রয়মূল্যও বৃদ্ধি করেছে বনদপ্তর। ১৭০ টাকা প্রতি কেজি থেকে এবারে মধুর দাম ধার্য করা হয়েছিল ২৫০ টাকা প্রতি কেজি। ডিএফও বিভাগে ৪৬ লক্ষ ৭৫ হাজার টাকার মধু কিনেছে কর্পোরেশন। তাতে প্রত্যেক মৌলি প্রায় ১৭ হাজার টাকা করে পেয়েছেন বলে খবর। 

9th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ