বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হরিপালের দলপতিপুরে দেদার জলের
অপচয়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সংবাদদাতা, তারকেশ্বর: হরিপালের দ্বারহাট্টা পঞ্চায়েতের দলপতিপুর সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার পাশের পানীয় জলের কলের মুখ নেই। সর্বক্ষণ জল পড়ে নষ্ট হচ্ছে। অভিযোগ, সেদিকে নজরও নেই প্রশাসনের। সামনে পঞ্চায়েত ভোট। বাড়ি বাড়ি জল পৌঁছতে মরিয়া শাসকদল। এমন অবস্থায় পঞ্চায়েতের উদ্যোগে তৈরি রাস্তার পাশে পানীয় জলের কলে মুখ না থাকায় দেদার জল নষ্ট হচ্ছে। দ্রুত এই অবস্থা পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক দলপতিপুরের এক বাসিন্দা বলেন, সরকারি জল প্রকল্পে উপকৃত হচ্ছে বহু মানুষ। আমাদের এলাকায় পানীয় জলের সমস্যায় পড়তে হয়নি কোনও দিন। তবে আগামী দিনে আমরা সকলেই পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে পারি। পঞ্চায়েত থেকে বসানোর সময় কলের মুখ লাগানো ছিল। বেশ কয়েকবার উধাও হয়ে গেছে এইসব কলের মুখ। একটি, দুটি নয়, রাস্তায় বেশ কয়েকটি এমন কল চোখে পড়বে সকলের। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তা জানা নেই। তবে জল অপচয় নিয়ে সচেতন হওয়া  প্রয়োজন সকলেরই। হরিপাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বাবলু গায়েন জানান, সামনেই পঞ্চায়েত ভোট। তৃণমূলের বদনাম করার জন্য কলের মুখ খুলে নিয়ে যাচ্ছেন বিরোধীদলের কর্মীরা। ফলে একদিকে যেমন জল পড়ে নষ্ট হচ্ছে, অন্যদিকে আমাদের বিরুদ্ধে জল অপচয়ের মিথ্যা অভিযোগও তোলা যাচ্ছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে, আমরা সেদিকে নজর রাখছি। যে সমস্ত কলের মুখ নেই, সেগুলি ঠিক করার জন্যও দ্রুত  পঞ্চায়েতকে জানানো হচ্ছে।

9th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ