বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মেঘলা আকাশ, ঘামে হাঁসফাঁস শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র দাবদাহে মানুষের অবস্থা কাহিল। তারমধ্যেই বৃহস্পতিবার মেঘলা আকাশ ও সর্বনিম্ন তাপমাত্রার চাপে হাঁসফাঁস অবস্থা ছিল শহর থেকে শহরতলির বাসিন্দাদের। গরমের মাত্রা চিহ্নিত করতে কোনও জায়গার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখ করা হয়। কিন্তু বৃহস্পতিবার কলকাতায় অস্বাভাবিক ভ্যাপসা গরমের জন্য সর্বনিম্ন তাপমাত্রা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কলকাতায় তা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, কলকাতায় এত বেশি সর্বনিম্ন তাপমাত্রা  সাধারণত হয় না। গত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২৯-৩০ ডিগ্রির মধ্যে ছিল।
কেন এমন অস্বাভাবিক আবহাওয়া, তাই নিয়েই মানুষের কৌতূহলও ছিল তুঙ্গে। এ ব্যাপারে আবহাওয়াবিদরা জানিয়েছেন, মায়ানমার সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে মেঘ ভেসে বুধবার রাতেই কলকাতা ও সংলগ্ন এলাকার উপর চলে আসে। উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে তাপ বায়ুমণ্ডলের উপরের স্তরে চলে যায়। কিন্তু মেঘ থাকার জন্য বুধবার রাত থেকে এই বিকিরণ প্রক্রিয়া বাধা পেয়েছে। তাতেই সর্বনিম্ন তাপমাত্রা এভাবে বেড়ে যায়। অন্যদিকে, দিনের বেলায় কলকাতার আকাশে মেঘ থাকায় সর্বোচ্চ তাপমাত্রা বুধবারের থেকে  কিছুটা কমে ৩৬.১ ডিগ্রি হয়। এটা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ শুক্রবার অবশ্য আকাশ পরিষ্কার হয়ে চড়া রোদ উঠবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। 

9th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ