বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

শৌচাগারে বোমা ফেটে মৃত্যু বালকের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার সকালে রাস্তার ধারে শৌচালয়ে শৌচকর্ম করতে গিয়েছিল বনগাঁর সুভাষপল্লির ১১ বছরের নাবালক। তখনই ঘটল বিপত্তি। বাথরুমে দুষ্কৃতীদের মজুত করা বোমা আচমকা বিস্ফোরণ হলে মৃত্যু হয় তার। বনগাঁ থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরে বম্ব স্কোয়াড এসে লাগোয়া শৌচাগারে তল্লাশি চালিয়ে আটটি তাজা বোমা উদ্ধার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিস। ধৃতরা হল অসিত অধিকারী ও বাপ্পা বিশ্বাস।
বনগাঁ পুরসভার সুভাষপল্লিতে বসবাস করে প্রশান্ত রায়ের পরিবার। প্রশান্ত দিনমজুর। দিন পনেরো আগে বক্সিপল্লির পেট্রল পাম্পের কাছে একটি সাইকেল মেরামতির দোকানে কাজে ঢুকেছিল তাঁর ছোট ছেলে। এদিন বাবার সঙ্গেই বেরিয়েছিল সে। পথে বাবাকে বলে, বক্সিপল্লির হরিমন্দির লাগোয়া শৌচালয়ে শৌচকর্ম করতে যাবে সে। আর সে ভিতরে যেতেই মজুত বোমা ফেটে মৃত্যু হয় তার। পুলিসের অনুমান, সে শৌচাগারে মজুত বোমার প্লাস্টিকের ব্যাগ নাড়াচাড়া করায় সম্ভবত বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে আসেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস ও  বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। মৃতের বাবা বলেন, শৌচাগারে মজুত বোমা ফেটেই মৃত্যু হয়েছে ছেলের। আমার বিশ্বাস, এলাকার দাগি দুষ্কৃতীরাই সেখানে বোমা মজুত করে রেখেছিল। পুলিস উপযুক্ত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিক।

6th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ