বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ডিগবাজি খাওয়া বগি থেকেই
বেঁচে ফিরলেন কাকদ্বীপের ২

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপের শ্যামনগরের বাসিন্দা রফিক আলি মোল্লা বললেন, ‘হঠাৎ বিশাল জোরে শব্দ। আমাদের এস ফাইভ বগিটির কয়েকটি জায়গা বিকট আওয়াজ করে ভেঙে যাচ্ছে। মনে হল, বাঁচার আশা নেই। ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর জ্ঞান ফেরার পর কোনওরকমে টেনে হিঁচড়ে শরীরটাকে কামরা থেকে বের করি। নীচের দিকে রক্ত ছড়িয়ে। কারও মাথা কেটে গিয়েছে। কারও পা নেই। কারও পেট-বুক থেঁতলে গিয়েছে। এরপরও যে আমি বেঁচে আছি, তা এখনও বিশ্বাস হচ্ছে না’। কাকদ্বীপের বুধাখালি অঞ্চলের বাসিন্দা ভূদেব মণ্ডল বললেন, ‘মুড়ির টিনের মতো ঝাঁকুনিতে সবাই এদিক ওদিক ছিটকে পড়লাম। গেটের কাছে একটা ফাঁক দেখতে পেয়ে আহত অবস্থায় কোনওমতে সেখান দিয়ে বেরিয়ে রেল ট্র্যাকে আসি।’
কাকদ্বীপের এই দুই যুবক নিজেদের বেঁচে ফেরাকে মিরাকেল বলছেন। ভূদেব জানান, ৬টা ৪০ মিনিটে একটা বিকট শব্দের পর মনে হল কিছু একটা হয়েছে। পরে জেনেছি, আমাদের ট্রেনের ইঞ্জিন পাশে দাঁড়িয়ে থাকা মালগাড়ির মাথায় উঠে গিয়েছিল। আমি ছিলাম এস ফোর বগিতে। দুর্ঘটনার পর দু’বার পাল্টি খেয়েছিল সেটি। কামরা থেকে বেরনোর পর আমাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এই দু’জনের চোখেমুখে এখনও আতঙ্ক। তবে তার মধ্যেই খেলে বেরাচ্ছে প্রাণে বেঁচে যাওয়ার খুশি।

6th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ