বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

লুট ৩ লক্ষ টাকার গয়না, ওয়াটগঞ্জে দিনেদুপুরে দুঃসাহসিক ঘটনা
দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বাড়িওয়ালাকে
বেধড়ক মারধর ভাড়াটের, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি দখলের জন্য খোদ বাড়িওয়ালা এবং তাঁর ভাইপোর উপর হামলা চালাল ভাড়াটে ও তার মদতপুষ্ট দুষ্কৃতীরা। এমনকী, প্রায় তিন লক্ষ টাকার সোনার গয়না ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। রবিবার দিনেদুপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে ওয়াটগঞ্জ থানা এলাকায়। অভিযোগকারী আশিস সামুই পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ‘জেঠুর বাড়ি থেকে দু’টি আলমারি বের করার সময় আচমকাই হামলা চালায় ওই বাড়িরই এক ভাড়াটে। তার সঙ্গে ছিল আরও তিন-চারজন। কোনও কথাবার্তা শোনার আগেই এলোপাথাড়ি লাথি, ঘুষি মারে আমাদের। বাড়ির একাংশ লিখে না দিলে আমাদের চরম পরিণতি হবে বলে হুমকি দিয়ে যায়। 
মারধরের সময় আমার গলা থেকে দু’টি সোনার চেন ও সোনার লকেট লুট করে চম্পট দেয় তারা।’ ওয়াটগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগকারী আশিসবাবু জানান, ৯৮, ডায়মন্ডহারবার রোডে তাঁর জেঠুর বাড়ি। এদিন সেখান থেকে কিছু মালপত্র সরানোর জন্য গিয়েছিলেন তিনি। সেই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি মিষ্টির দোকান। মালিকের নাম আশিস চৌধুরি। তিনিই বাড়ির একতলায় ভাড়া থাকেন। 
অনেকদিন ঘরে এই আশিসবাবু বাড়িটি হাতানোর চেষ্টা করছেন বলে অভিযোগ। তা নিয়ে আদালতে মামলাও চলছে। অভিযোগকারীর কথায়, ‘ঘটনার সময় আমি ছাড়াও আমার ভাই, ভ্রাতৃবধূ এবং জেঠু সেখানে ছিল। প্রথমে বচসা বাধে দু’পক্ষের। তখন দলবল নিয়ে সেখানে হাজির হয় শানবাজ আলম নামে স্থানীয় এক দুষ্কৃতী। আমার জেঠুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। আমাকে ধাক্কা দিয়ে গলা থেকে দু’টি চেন ও সোনার লকেট ছিনিয়ে নেয় তারা।’ এসএসকেএম হাসপাতালে থেকে মেডিক্যাল রিপোর্ট নিয়ে অভিযোগ জানাতে যান আশিসবাবু। 
তবে এই ঘটনায় রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিস।   

5th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ