বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

গল্ফগ্রিনে ভাড়াবাড়িতে
যুবতীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গল্ফগ্রিন থানা এলাকার অশ্বিনীনগরের একটি ভাড়াবাড়ি থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করল পুলিস। লালবাজার সূত্রে খবর, মৃতের নাম শ্রেয়া চক্রবর্তী (৩৫)। তিনি আদতে রাজপুর-সোনারপুর এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। 
পুলিস সূত্রে খবর, ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্থানীয়রা পুলিসে খবর দেন। পৌঁছয় গল্ফগ্রিন থানার পুলিস। ঘরের দরজা তখন ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে পুলিসকর্মীরা দেখেন, বিছানার উপর পড়ে রয়েছে এক যুবতীর দেহ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। সূত্রের খবর, মৃতের দেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ব্রেন স্ট্রোকেই মৃত্যু হয়েছে তাঁর। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, শ্রেয়া কী কাজ করতেন, তা তাঁদের জানা নেই। তবে গত দু’-তিনদিন ধরে তাঁকে বাড়ির বাইরে বের হতে দেখা যায়নি। তাতেই সন্দেহ হয়। এদিন তীব্র দুর্গন্ধের জেরবার হয়ে পুলিসকে খবর দেন তাঁরা। মৃতের এক বান্ধবীর কথায়, প্রায় পাঁচ বছর পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না শ্রেয়ার।   
অন্যদিকে, গড়িয়াহাট রোডে একটি নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম অশোককুমার হাজরা (৩৪)। এদিন সকাল ছ’টা নাগাদ তিনতলার ছাদ থেকে আচমকা তিনি পড়ে যান। জোরালো শব্দে অন্য শ্রমিকরা উঠে এসে দেখেন, মাটিতে পড়ে রয়েছেন অশোক। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে গড়িয়াহাট থানার পুলিস। লালবাজার সূত্রে খবর, এত সকালে ছাদে তিনি কী করছিলেন, তা তদন্ত করে দেখা হবে। 

5th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ