বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভয়াবহ রেল বিপর্যয়ের পর শতাধিক
মানুষ বাড়ি ফিরলেন, মৃত বেড়ে ২৭
এখনও খোঁজ মেলেনি দক্ষিণ ২৪ পরগনার অনেকেরই

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: রেল দুর্ঘটনার পর ২ দিন কাটল। রবিবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় এখনও অনেকেই নিখোঁজ। স্বস্তির বিষয় হল, প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন শতাধিক বাসিন্দা। তবে জেলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। তবে যাঁদের এখনও সন্ধান মেলেনি, তাঁদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা এবং উদ্বেগ তৈরি হয়েছে।  
যাঁরা ফিরে এসেছেন, তাঁরা সেই অভিশপ্ত রেলযাত্রার কথা ভেবেই শিউরে উঠছেন। কীভাবে সেই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন, সেকথাও শোনা গেল অনেকের মুখে। যেমন বারুইপুরের বেলেগাছির রামকৃষ্ণপল্লির বাসিন্দা শুভজিৎ বিশ্বাস, সজল বিশ্বাস, দেব মাহাতো দুর্ঘটনায় কপালজোরে বেঁচে ফিরেছেন। রায়দিঘির সুজন অধিকারী ও সৌরভ হালদার চিংড়ি চাষের কাজে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হয়ে ফিরে এসেছেন। বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।  সেই সঙ্গে রবিবার বিকেলে মহেশতলার বাড়িতে ফিরল করমণ্ডল এক্সপ্রেসের প্যন্ট্রি কারের ঠিকাকর্মী দেবেন্দ্র সিংহের নিথর দেহ।
অন্যদিকে, সোনারপুরের দীপঙ্কর মণ্ডল ও অক্ষয় মিস্ত্রির এখনও খোঁজ পাননি পরিবারের লোকজন। শনিবার সারাদিন খোঁজাখুঁজির পর হতাশ পরিজনরা বাড়ি ফিরে এসেছেন। রবিবার আবারও সেখানে যাচ্ছেন দুই যুবকের আত্মীয়রা। গঙ্গাসাগরের স্বপন প্রামাণিকেরও কোনও খোঁজ এদিন পর্যন্ত মেলেনি। তাঁর বাড়িতে এদিন দেখা করতে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। পাশাপাশি,বাসন্তী, বারুইপুর, বিষ্ণুপুর সহ বিভিন্ন এলাকায় মৃতদের সৎকার করা হয়। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল তাঁর এলাকার পাঁচজনের শেষকৃত্য সম্পন্ন করার কাজে তদারকি করেন। এই বিধানসভা এলাকায় সর্বাধিক মৃত্যু হয়েছে। 
জেলা প্রশাসন জানিয়েছে, সব মিলিয়ে খোঁজ পাওয়া শতাধিক বাসিন্দার অল্প আঘাত লেগেছে। ১৮ জনের চোট গুরুতর। সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি ১৯ জনের। এদিকে, এদিন আরও আটজনের মৃত্যুর খবর আসে। তার মধ্যে কুলপির চারজন রয়েছেন। দু’দিন নিখোঁজ থাকার পর এদিন তাঁদের দেহ শনাক্ত করে পরিবার।  বিষ্ণুপুর ১ ব্লকের বিশ্বনাথ চক্রবর্তীরও দেহ এদিন সকালে পাওয়া যায়। বিভিন্ন গ্রামে যখন শোকের ছায়া, তখন কাকদ্বীপে দু’জন মৃত বাসিন্দার বাড়ি যেতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। কখনও গাছের গুঁড়ি ফেলে তাঁর রাস্তা আটকানো হয়, কখনও তাঁকে ঘিরে ধরে বাধা দেওয়া হয়। ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত আরমানের দেহ ফিরলো হাওড়ার টিকিয়াপাড়ার বাড়িতে। শোকস্তব্ধ এলাকা। আপ করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ট্রেনের প্যান্ট্রি কারের কর্মী মহ: আরমানের (৩০)। মধ্য হাওড়ার টিকিয়াপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। পরিবারকে  তার মৃত্যুর কথা জানানো হয়। বাড়িতে মা রুকসানা বেগম জানান, ঘটনার রাতে তাদের কাছে ফোন আসে। অচেনা এক ব্যক্তি জানান যে দুর্ঘটনাস্থলে আই কার্ড থেকে নম্বর নিয়ে তিনি ফোন করছেন। জানান দুর্ঘটনা ঘটেছে।আরমান মারা গিয়েছেন। এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। শনিবার সকালে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় পরিবারের কয়েকজন সদস্য। মৃতদেহ নিয়ে রবিবার সন্ধ্যে ৬টা নাগাদ বাড়ি ফেরে পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয় মৃতদেহ আনতে গেলে সব রকম সাহায‍্য পেয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে।

5th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ