বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

করমণ্ডলে প্রথম ভ্রমণের দুঃস্বপ্ন
তাড়া করছে বেহালার দম্পতিকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনবছর ধরে বিজয়ওয়াড়ার কেএল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বেহালা পর্ণশ্রীর দম্পতি তমাল কুণ্ডু ও স্মৃতিলেখা দাস। সাধারণত দুরন্ত কিংবা মাদ্রাজ মেলেই যাতায়ত করেন তাঁরা। গরমের ছুটি কাটিয়ে এই প্রথম তাঁরা করমণ্ডলে উঠেছিলেন। ভয়াবহ অভিজ্ঞতা, ২৪ ঘণ্টা বাদেও তাড়া করে বেড়াচ্ছে তাঁদের। পর্ণশ্রীর ফ্ল্যাটে বসে অধ্যাপক স্মৃতিলেখা মাঝেমধ্যেই হাতের যন্ত্রণায় কাতরে উঠছেন। বলছিলেন, ‘রাতের দৃশ্যগুলো ভুলতে পারছি না। চারদিকে অ্যাম্বুলেন্সের শব্দ। চিত্কার, কান্নার মাঝে চারদিকে মানুষের ক্ষত-বিক্ষত দেহাংশ ছড়িয়ে আছে। আবার দু’-তিন বাদে ট্রেনেই ফিরতে হবে। ভেবে ভয় লাগছে।’ ক্যাবে করে তাঁরা বেহালায় ফেরেন। তমালবাবুর সারা শরীরে ব্যথা। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের গবেষক। বলছিলেন, ‘দরজার ফাঁক দিয়ে দেখলাম, একটা বগি ছিটকে পড়ল। আমাদের বগিটা প্রায় ১০ মিনিট পাথরের উপর দিয়ে স্পিডে চলে যাচ্ছে। তীব্র ঝাঁকুনি হচ্ছিল। ভাগ্যের জোরে বেঁচে ফিরলাম।’ 
একই অভিজ্ঞতা নৃত্যশিল্পী সায়ন্তনী ঘোষের। তিনি চেন্নাইবাসী। তাঁর কথায়, ‘সন্ধ্যায় আধশোয়া অবস্থায় মেয়ের সঙ্গে গল্প করছিলাম। অমনি কয়েক সেকেন্ডের মধ্যে একটা প্রচণ্ড ধাক্কা লাগল। লোহার একটা কিছুতে গিয়ে ধাক্কা খেল মাথাটা। চোখ বন্ধ হয়ে আসছিল। সামনের কামরার বাথরুমটা কাপড়ের মতো কুঁচকে গেল!’ পিকনিক গার্ডেনে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে চেন্নাই ফিরছিলেন সায়ন্তনী। যন্ত্রণায় কাতর যুবতী বলেন, ‘জানলা দিয়ে দেখলাম আগুনের ফুলকি বেরচ্ছে! রেলের তরফে কেউ সাহায্য করতে আসেননি। মেয়েকে নিয়ে কোনওক্রমে বাইরে বেরই।’ 
বেহালার ওই দম্পতি এবং সায়ন্তনী ছাড়াও শহরের তিন বাসিন্দা আহত হয়েছেন। এই ঘটনায় অন্যান্য জেলার ১৩ জন আহত মানুষও এদিন শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। 

4th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ