বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মহেশতলায় হদিশ নামী রং
কোম্পানির নকল কারখানা
তদন্তে মুম্বইয়ের বেসরকারি গোয়েন্দারা, ধৃত ১ 

সংবাদদাতা, বজবজ: একটি নামী রং কোম্পানির সামগ্রী নকল করে দক্ষিণ শহরতলি জুড়ে বিক্রি করছিল মহেশতলার একটি সংস্থা। শনিবার মহেশতলা থানার সহযোগিতা নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি গোয়েন্দা দল ওই সংস্থার কারখানায় হানা দেয়। উদ্ধার হয় সেই সব নকল সামগ্রী। এর ভিতর পুট্টি, এবং রঙের নানা আকারের কৌটো রয়েছে। কারখানার একজনকে গ্রেপ্তারও করেছে পুলিস। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পালান শিল্পতালুকে নকল ওই রং তৈরির কারখানা রয়েছে। গত কয়েক বছর ধরে এই কারখানাতে তৈরি হচ্ছে ওই নামী কোম্পানির নকল পুট্টি ও প্রাইমার। এখান থেকে সেসব গোটা দক্ষিণ শহরতলির দোকানে দোকানে চলে যেত। সেগুলি যে নকল, তা কেউ ধরতে পারত না। কারণ সব সামগ্রীর গায়েই ওই নামী সংস্থার নাম ও লোগো থাকত।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে দক্ষিণ শহরতলিতে ওই কোম্পানির সামগ্রীর চাহিদা একেবারে কমে যায়। কেন চাহিদা কমে গেল, তা সন্ধান করার জন্য মুম্বইয়ের একটি বেসরকারি গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করা হয়। তাদের একটি দল কলকাতায় গোপনে এসে তদন্ত শুরু করে। তখনই তারা জানতে পারে নকল সামগ্রী তৈরির বিষয়টি। এরপর মহেশতলার বিভিন্ন রং বিক্রির দোকানে অনুসন্ধান করে পালান শিল্প তালুকে ওই নকল কারখানার হদিশ মেলে। তদন্তে নেমে জানা যায়, এই নকল সামগ্রীর দামও অনেকটা কম রাখা হয়েছিল। পুলিস জানিয়েছে, প্রচুর নকল সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতকে জেরা করে কোথায় কোথায় তা বিক্রি হতো, তা জানার চেষ্টা করা হবে।

4th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ