বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

চুঁচুড়ায় ফের ফাঁকা বাড়িতে চুরি

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই একই কায়দায় চুরি হল চুঁচুড়ায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বালির মোড় সংলগ্ন এলাকায় ওই চুরি হয়েছে। ওই পরিবারের দাবি, দুষ্কৃতীরা প্রায় পঞ্চাশ হাজার টাকার গয়না ও কিছু নগদ নিয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির বাসিন্দা সঞ্জীব সেন তাঁর স্ত্রী ডালিয়া সেনকে নিয়ে বৃহস্পতিবার ডাক্তার দেখাতে কলকাতা গিয়েছিলেন। শনিবার সকালে তিনি বাড়ি ফিরে দেখেন, বাড়ির সদর দরজার তালা ভাঙা। ভিতরে ঢোকার পর দেখেন, সেখানেও সমস্ত লণ্ডভণ্ড করে গিয়েছে দুষ্কৃতীরা। সেই সঙ্গে খোয়া গিয়েছে নগদ টাকা ও গয়না। চুঁচুড়া থানার পুলিস জানিয়েছে, ইতিমধ্যে ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।  প্রসঙ্গত, শুক্রবারও বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ব্যান্ডেলের একটি বাড়িতে চুরি হয়েছিল। 

4th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ