বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নিজেই টাকা তুলেছেন সুব্রত ভট্টাচার্য
সিসি ক্যামেরায় ফুটেজ পেল পুলিস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিযোগ, গত দেড় বছরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা। প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লালবাজার। যে দিনগুলিতে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ, সেইসব দিনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিস। লালবাজার সূত্রের খবর, ওই ফুটেজে দেখা যাচ্ছে, সুব্রত ভট্টাচার্য নিজেই এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলছেন। তাহলে কেন এই অভিযোগ? এদিন লালবাজারে পুলিস কমিশনারের সঙ্গে দেখা করতে যান প্রাক্তন ফুটবলার। গোয়েন্দা বিভাগের অফিসারদের তিনি জানিয়েছেন, ব্যাঙ্কের সমস্ত লেনদেন তিনি লিখে রাখেন একটি ডায়েরিতে। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত যে সব লেনদেন নিয়ে তিনি থানায় অভিযোগ করেছেন, সেগুলির হিসেব ওই ডায়েরিতে লেখা নেই। এদিন কয়েকটি চেকের লেনদেন নিয়েও লালবাজাররে অভিযোগ করেছেন তিনি। পুলিসের দাবি, সুব্রতবাবুর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 

1st     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ