বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মাদক নষ্ট সংক্রান্ত হাইকোর্টের  নজরদারি পোর্টাল
ফের চালু, থানাগুলিকে জানাল লালবাজার

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রক্ষণাবেক্ষণের কাজে চলতি মাসে কিছুদিন অচল ছিল কলকাতা হাইকোর্টের ড্রাগ ডিসপোজাল মনিটরিং সিস্টেম (ডিডিএমএস)। তা ফের চালু হল। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধানকে ই-মেল মারফত এই খবর জানাল হাইকোর্ট। মেল পাওয়ার পর কলকাতার সবকটি থানা, নারকোটিক সেল ও এসটিএফকে বিষয়টি জানিয়ে দিয়েছে পুলিস। কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে।
ড্রাগ ডিসপোজাল মনিটরিং সিস্টেম (ডিডিএমএস) কী? পুলিস সূত্রে জানা গিয়েছে, মাদক(এনডিপিএস) মামলায় বাজেয়াপ্ত হওয়া কোকেন, হেরোইন, চরস, গাঁজার মতো মাদক পুলিস থানার মালখানাতে জমা থাকে। অতীতে দেখা গিয়েছে, এই বাজেয়াপ্ত মাদকের অপব্যবহার করা হতো। তা ঠেকাতে সুপ্রিম কোর্ট হাইকোর্টগুলিকে নজরদারির নির্দেশ দেয়। তারপর ড্রাগ ডিসপোজাল মনিটরিং সিস্টেম (ডিডিএমএস) গড়ে ওঠে। কলকাতা হাইকোর্টের বিচারপতির পাশাপাশি এ রাজ্যের সবকটি জেলার এসপি, কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান, ডিসিডিডি (স্পেশাল) এই  মনিটারিং সিস্টেমে রয়েছেন। প্রসঙ্গত কলকাতা পুলিসে শুধুমাত্র মাদকের জন্য চারটি মালখানা রয়েছে।  
কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে, সাধারণত প্রতি তিন মাস অন্তর হাইকোর্টের নেতৃত্বাধীন ডিডিএমএস এই রাজ্যে দায়ের হওয়া মাদক মামলার সংখ্যা, বাজেয়াপ্ত মাদকের নাম, পরিমাণ, কোথায় কীভাবে সেই মাদক ধ্বংস করা হয়েছে, মালখানাতে বর্তমানে কত পরিমাণ মজুত আছে এসব বিষয় খতিয়ে দেখে।  

1st     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ